মোঃ মাহবুব আলম শাওন বদলগাছী উপজেলা প্রতিনিধি
শনিবার সকাল ৯টায় জেলার বদলগাছী উপজেলায় তাপমাত্রা ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
বদলগাছী আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আরমান হোসেন জানান, এর আগে সকাল ছয়টায় দশ দশমিক শূন্য ডিগ্রি রেকর্ড করা হয়েছিল।
তিনি জানান, উত্তর দিক থেকে ঠাণ্ডা বাতাস বয়ে আসায় শীতের তাপমাত্রা আগামীতে আরও বাড়তে পারে।
স্থানীয়রা জানান, সন্ধ্যার পর শীতের প্রকোপ একটু বেশি থাকছে। সেই সঙ্গে হিমেল হাওয়া শীতের তীব্রতা বাড়িয়ে দিচ্ছে কয়েকগুণ। সন্ধ্যার পর থেকেই গরম কাপড় পরে চলাফেরা করছে মানুষ। রাত থেকে ভোর পর্যন্ত কুয়াশায় আচ্ছন্ন থাকছে চারপাশ। সকাল হলেই কেটে যাচ্ছে শীত। দ্রুতই কুয়াশা ভেদ করে দেখা মিলছে সূর্যের। তাই বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শীতের তীব্রতাও কমে যাচ্ছে।