বিপ্লব সরকারঃ স্টাফ রিপোর্টার,নওগাঁ
নওগাঁ জেলা গোয়েন্দা শাখার নেতৃত্বে গতকাল মঙ্গলবার (২৩ ডিসেম্বর)২০২৫ তারিখ মাদক বিরোধী অভিযানে বিপুল পরিমাণ ফেন্সিডিল সহ ১ জনকে আটক করেছে।
অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে জেলার গোয়েন্দা শাখা নওগাঁ এর একটা চৌকসটিম রাত আনুমানিক ১০ টা ৩০ মিনিটের সময় নওগাঁ জেলার ধামইরহাট উপজেলাধীন মেসার্স নাহার ফিলিং ষ্টেশনে পৌঁছালে নাহার ফিলিং ষ্টেশনের সন্নিকটে রাস্তার পাশে চটের বস্তা নিয়ে অবস্থানকারী আসামি মোঃ মুরাদ হোসেন(২৭) পিতা-মোঃ মোতাহার হোসেন, গ্রামঃ দৌলতপুর, থানাঃ ধামইরহাট, জেলাঃ নওগাঁ -এর গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় তার নাম ঠিকানা জিজ্ঞাসা করা হয় এবং তার কাছে থাকা একটি চটের বস্তা তল্লাশী করা হয়। আসামির কাছে থাকা চটের বস্তা তল্লাশী করে ১২০ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেন্সিডিল উদ্ধার পুর্বক জব্দ করা হয়। আসুন মাদক কে না বলি মাদক মুক্ত নওগাঁ গড়ি।

