মোঃ আব্দুল আজিজ বিশেষ প্রতিনিধি নওগাঁ
অদ্য ২৩ সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখ মঙ্গলবার দুপুর ১১:০০ টায় হতে জয়পুরহাট জাকস রিসোর্স সেন্টারে নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার ৮ টি ইউনিয়ন পরিষদের নির্বাচিত নারী জনপ্রতিনিধিগনের ৩ দিন ব্যাপী আবাসিক প্রশিক্ষণ শুরু হয়েছে।
ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) গোফরইমপ্যাক্ট কর্মসূচি, ওয়াটারএইড ও সুইসকন্টাক্ট বাংলাদেশ কনসোর্টিয়াম এর আয়োজনে, এসডিসি’র অর্থায়নে, বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী (বার্ড) কুমিল্লা এর সহায়তায় প্রশিক্ষণ শুরু হয়। প্রশিক্ষণ পরিচালনায় উপস্থিত আছেন সালাউদ্দিন ইবনে সাঈদ, পরিচালক(পল্লী অর্থনীতি ও ব্যবসা ব্যবস্থাপনা), বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী (বার্ড) কুমিল্লা ফৌজিয়া নাসরিন সুলতানা, পরিচালক(পল্লী প্রশাসন ও স্থানীয় সরকার), বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী (বার্ড) কুমিল্লা। এছাড়াও আরও উপস্থিত ছিলেন সাঈদ মাহাদী, স্টেকহোল্ডার এনগেজমেন্ট এক্সপার্ট, তুনাজ্জিনা হক, জেন্ডার ইকুয়্যালিটি এন্ড সোশ্যাল ইনক্লুশন এক্সপার্ট, ওয়াটারএইড বাংলাদেশ ও ইএসডিও গোফরইমপ্যাক্ট কর্মসূচির উন্নয়ন কর্মীবৃন্দ।
প্রশিক্ষণে নারী নেতৃত্রে ক্ষমতায়নের প্রভাব বিশ্লেষণ, স্থানীয় সরকার আইন ও ইউনিয়ন পরিষদ (সংরক্ষিত আসনের নারী সদস্যদের ক্ষমতা ও বিশেষ কার্যাবলী) বিধিমালা-২০১৬, ইউনিয়ন পরিষদের স্ট্যান্ডিং কমিটি ও সভা পরিচালনা, জলবায়ু পরিবর্তন ও সমন্বিত পানি ব্যবস্থাপনা: ইউনিয়ন পরিষদের ভুমিকা ও নারীর অংশগ্রহন, অর্থনৈতিক উন্নয়নে নারী জনপ্রতিনিধিদের ভুমিকা ও ইউনিয়ন পরিষদের উন্নয়ন পরিকল্পনা ও বাজেট পরিকল্পনায় নারী সদস্যগনের অংশগ্রহন বিষয়ে আলোচনা করা হয়।