মোঃ আব্দুল আজিজ বিশেষ প্রতিনিধি নওগাঁ
নওগাঁ পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) কর্তৃক পৃথক তিনটি বিশেষ অভিযান পরিচালনা করে ১২৪ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ০৩ জন চোরাকারবারী গ্রেফতার।
গত ০৬ এবং ০৭ নভেম্বর ২০২৫ তারিখ মধ্যরাতে পৃথক পৃথক ভাবে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর বস্তাবর এবং কালুপাড়া বিওপি কর্তৃক রুপনারায়নপুর, ঝারকুড়ি এবং মড়লই এলাকায় তিনটি বিশেষ অভিযান পরিচালনা করে ১২৪ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, ০২টি মোটরসাইকেল, ০৫টি মোবাইলসহ ০৩ জন চোরাকারবারী (ক) মোঃ জিয়ারুল হক(৪০), পিতা-মৃত আব্দুস সাত্তার, গ্রাম-রুপনারায়নপুর, পোস্ট-জগদল, (খ) মোঃ রবিউল ইসলাম(৪২), পিতা-মৃত ফজলুর রহমান , গ্রাম-খাঁপুর, পোস্ট- আগ্রাদ্বিগুন এবং (গ) মোঃ আমিনুল(৩৫), পিতা-মৃত আশরাফুল, গ্রাম-ননপুকুর, পোস্ট-আগ্রাদ্বিগুন, উভয়ের থানা- ধামইরহাট এবং জেলা-নওগাঁদেরকে আটক করতে সক্ষম হয়। আটককৃত মালামাল এবং আসামীদের ধামইরহাট থানায় মামলা দায়ের পূর্বক ধামইরহাট থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে (যাহার মামলা নম্বর-১১, ১২ এবং জিডি নং-২৯৮ তারিখ- ৭ নভেম্বর ২০২৫)। *আটককৃত মালামালের সর্বমোট সিজার মূল্য-৩,০৮,৬০০/-টাকা।
নওগাঁ ও জয়পুরহাট সীমান্তে গরু/মাদক পাচার/অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্বক অভিযান অব্যাহত রাখার অঙ্গিকার ব্যক্ত করেছেন পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন, পিবিজিএম, পিবিজিএমএস।

