মোঃ আব্দুল আজিজ বিশেষ প্রতিনিধি নওগাঁ
নওগাঁ সদর উপজেলার চকরাম চন্দ্র এলাকার বাসিন্দা সার্জেন্ট মোঃমাসুদ রানা (অবসরপ্রাপ্ত )সাং চকরাম চন্দ্র থানা ও জেলা নওগাঁ। তার বাসার সামনে বৃষ্টির পানি জমা নিয়ে কথা বলার ফাঁকে পূর্বের জের ধরে তার স্ত্রী মোছাঃসাদিকা আক্তার কে মারপিট করে এবং তার স্বামী সার্জেঃ(অবঃ) মোঃমাসুদ রানা কে হত্যার উদ্দেশ্য পেটে ছুরিকা আঘাত করলে তিনি একটু সাইটে ঘুরলে ধাঁড়ালো চাকুটি বামরানের উপরে লেগে,১,৫ ইঞ্চি গভীর হয়।তার স্ত্রীর চিৎকারে এলাকার লোকজন ধরে তাকে রক্তাক্ত অবস্থায় নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করান এবং জখম স্হলে তিনটি সিলাই লাগে।এই রিপোর্ট লিখা পর্যন্ত তিনি নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসা ধীন অবস্থায় আছেন। বিবাদী ১ নং মোঃজুয়েল (২৭)পিতাঃমিথুন ২ নং মিথুন (৫০)পিতাঃ অজ্ঞাত,এদের সাথে আরও ৪/৫ জন ছিল তাদের নাম ঠিকানা পাওয়া যায় নাই। উভয়ের ঠিকানা, সাং,চকরাম চন্দ্র, থানা ও জেলা নওগাঁ। এবিষয়ে বিবাদী মোঃ জুয়েল ও মিথুন কে জিজ্ঞেস করলে ১ নং আসামি মোঃ জুয়েল বলেন, সেনা সদস্য মোঃ মাসুদ রানা আমার মা ও বাবাকে অকথ্য ভাযায় গালিগালাজ করে, আমি সহ্য করতে না পেরে তাকে চাকু মেরেছি। পরে ২ নং বিবাদী মোঃ মিথুন কে জিজ্ঞেস করলে তিনি জানান আমি ঘটনার পরে এসে দেখি মারামারি শেষ তখন বিবাদী মাসুদ রানাকে ধরে তার বাসার মধ্যে দিয়ে আসি।এবিষয়ে প্রতিবেশির কয়েকজন কে জিজ্ঞেস করলে তারা জানান, বিবাদী মোঃজুয়েল একজন সন্ত্রাসী টাইপের ছেলে সে ইতিপূর্বে এলাকায় অনেকের সাথে বিবাদে জরিত হয়েছে। তার ভয়ে কেহ মূখ খুলতে রাজি না।
এবিষয়ে নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃনূরে আলম সিদ্দিকী কে জিজ্ঞেস করলে তিনি জানান, বিষয়টি নিয়ে থানা পুলিশ কাজ করছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।