মোঃ আব্দুল আজিজ, নিয়ামত পুর, নওগাঁ প্রতিনিধিঃ
অদ্য ১১.১২.২০২৩ ইং তারিখ রোজঃ সমবার সকাল ১১.০০ টায় ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি নওগাঁ সদর এর উদ্যোগে নওগাঁ পৌরসভার হলরুমে বাল্যবিবাহ প্রতিরোধে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন
মো: আজিজুর রহমান বাবলু প্যানেল মেয়র আরো উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা, কাজী, ইমাম, পুরোহিত, পৌর কাউন্সিলর সদস্যগণ। উক্ত সভাটি পরিচালনা করেন ডেপুটি ম্যানেজার মোঃ শরিফুল আলম অনুষ্টানের সার্বিক সহযোগিতা করেন মো: আমিনুল হক অফিসার( সেলপ্) নওগাঁ সদর। সভায় প্যানেল মেয়র,কাউন্সিলর বৃন্দ নিজ নিজ অবস্থান থেকে বাল্যবিয়ে প্রতিরোধে কাজ করার সিদ্ধান্ত নেন।
কাজী বাল্য বিয়ে রেজিষ্ট্রী করবে না এবং ক্ষতিকর দিক বুঝাবেন,।
ইমাম সাহেবেরা বাল্য বিয়ে পড়াবে না এবং মসজিদ ও বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্টানে বাল্য বিয়ের ক্ষতিকারক দিক নিয়ে আলোচনা করার সিদ্ধান্ত নেন।