মোঃ আব্দুল আজিজ বিশেষ প্রতিনিধি নওগাঁ
নওগাঁ কয়েকটি জেলা,রাজশাহী, চাপাইনবয়াবগঞ্জ শহরে যাওয়ার পরে, ছোট আত্রাই নদীতে একসময় ছিল নৌকায় দিয়ে , গাড়ি মানুষ পারাপারের বাহন।সময়ের পরিবর্তনে একসময় ব্রিজ নির্মান হলেও ব্রীজের মূখে যানজট লেগেই থাকতো। পাশাপাশি এখানে প্রায় দূর্ঘনা ঘটে।মান্দা উপজেলা সহ নওগাঁ বাসীর অনেক দিনের দ্বাবীর পরিপ্রেক্ষীতে, নওগাঁ সড়ক বিভাগের ৩টি আঞ্চলিক ও ৩টি জেলা মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ প্রকল্পের ১০ নং প্যাকেজের আওতায় মান্দা ফেরিঘাটে আন্ডারপাস ও ইস্টারসেকশন এর কাজ চলমান রয়েছে। উল্লিখিত ১০ নং প্যাকেজের চুক্তি মূল্য ৫৬ কোটি ৫৫ লক্ষ্য ৬১ হাজার টাকা প্রায়। উল্লিখিত ১০ নং প্যাকেজের কাজের তত্ত্ববধায়নে রয়েছেন মোঃ রাশেদুল হক নির্বাহী প্রকৌশলী , সড়ক বিভাগ, নওগাঁ, নূরে আলম সিদ্দিক, উপ-বিভাগীয় প্রকৌশলী, সড়ক উপ-বিভাগ, নওগাঁ এবং মোঃ নাজিম উদ্দীন, উপ-সহকারী প্রকৌশলী, সড়ক উপ-বিভাগ নওগাঁ। জয়েন ভেঞ্চার হিসাবে কাজটি সম্পন্ন করছেন Toma Construction & Co. Limited-M/S. M. A. Engineering (JV) ঠিকাদারী প্রতিষ্ঠান । একনো কাজ চলমান এবং সুন্দরর্য বর্ধনের কাজ চলছে। আন্ডারপাছ হওয়ার কারণে দূর্ঘটনার তেমন ভয় নাই। এবিষয়ে এলাকা সহ পথচারীদের মন্তব্য যে আমাদের এই মান্দা ফেরীঘাটের অবস্থা খুব ভালো হয়েছে এবং দৃষ্টি নন্দন হওয়ার কারণে এখানে অনেক পর্যটক ঘুরতে আসে। এলাকার অনেক বেকার মানুষ বিভিন্ন দোকান পাট ও হোটেল ব্যাবসা করে তাদের জীবিকা নির্বাহ করছেন। এখানে ঐতিহাসিক কুসুম্বা মসজিদ দেখতে আসা পর্যটকগন ফেরিঘাটে এসে কিছু সময় অতিবাহিত করে এবং তাদের পছন্দের, কালাই রুটি ও মান্দার নামকরা সন্দেশ খায়।এলাকার জনগন নওগাঁ সরক জনপদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে।