ছাদেক উদ্দিন নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁর সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয়ে ২০২৪ সালের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় দোয়া মাহ্ফিল ও ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ১১ টায় উপজেলা সদরের সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় মাঠে এস.এস.সি ও এস.এস.সি (ভোক)-২০২৪ ইং সালের পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে বিদ্যালয় ও শিক্ষার্থীদের সাফল্য ও মঙ্গল কামনা করে বিশেষ দোয়া এবং ষষ্ঠ শ্রেণির নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়। দোয়ার পরিচালনা করেন বিদ্যালয়ের আরবি বিভাগের শিক্ষক আশরাফুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে দিক নির্দেশনা মুলক বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাসুদ হোসেন। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজেদুল আলম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ চন্দ্র দেব, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ওমর আলী, বিশিষ্ট সমাজসেবক নূরুল হক মাষ্টার, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সোলায়মান আলী লিটন, সদর ইউপি চেয়ারম্যান সাদেকুল ইসলাম ও পাতাড়ী ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।
এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকবৃন্দ, শিক্ষার্থী ও পরীক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এ বছর সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয় হতে ১৬৯ জন পরীক্ষার্থী এস.এস.সি (সাধারণ) এবং ২৮ জন পরীক্ষার্থী এস.এস.সি (ভোক) পরীক্ষায় অংশ গ্রহণ করবেন বলে জানিয়েছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজেদুল আলম।