ছাদেক উদ্দিননওগাঁ জেলা প্রতিনিধি
নওগাঁর সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয়ের ৩ জন শিক্ষার্থী এবার ২০২৪-২৫ শিক্ষা সেশনে দেশের বিভিন্ন মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।
এরমধ্যে উক্ত বিদ্যালয় হতে ২০২১ সালে এসএসসি পরীক্ষা দিয়ে মেধা তালিকায় উত্তীর্ণ চওড়া আলাদিপুর উচ্চ বিদ্যালয় এর সহকারী শিক্ষক উপজেলার বিরামপুর গ্রামের বদিউজ্জামান এর মেয়ে আবিদা সুমাইয়া সুমা সিরাজগঞ্জ মেডিকেল কলেজ, এসএসসি ২০২১ইং ব্যাচের মহাদেবপুর জিওলী গ্রামের সহকারী শিক্ষক সুবল চন্দ্র বর্মনের মেয়ে সমাপ্তি বর্মন ফরিদপুর মেডিকেল কলেজ ও এসএসসি ২০২২ ইং ব্যাচের উপজেলার আযড়ন্দ বাজারের মৃত মতিউর রহমান এর ছেলে তানজিম এলাহি রংপুর মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চান্স পেয়েছে। ৩ মেধাবী শিক্ষার্থীর সফলতায় ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয় এর সকল শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী আনন্দিত।
উল্লেখ্য যে,এ বছর এমবিবিএস ভর্তি পরীক্ষায় অংশ নিতে এক লাখ ৩৫ হাজার ৬৬৫ শিক্ষার্থী আবেদন করেছিলেন। পরীক্ষায় অংশ নেন এক লাখ ৩১ হাজার ৭২৯ পরীক্ষার্থী। তাদের মধ্যে ৬০ হাজার ৯৫ পরীক্ষার্থী উত্তীর্ণ হন। পরীক্ষায় পাস নম্বর ছিল ৪০।
সেই হিসাবে এ বছর এমবিবিএস ভর্তি পরীক্ষায় পাসের হার দাঁড়ায় ৪৫ দশমিক ৬২ শতাংশ। তাদের মধ্যে ছাত্রী ৩৭ হাজার ৯৩৬ জন, যা মোট উত্তীর্ণ শিক্ষার্থীর ৬৩ দশমিক ১৩ শতাংশ। আর ছাত্র ২২ হাজার ১৫৯ জন, যা মোট উত্তীর্ণ শিক্ষার্থীর ৩৬ দশমিক ৮৭ শতাংশ। ভর্তি পরীক্ষায় একজন সর্বোচ্চ ৯০ দশমিক ৭৫ নম্বর পেয়েছেন।
পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজেদুল আলম এর সাথে কথা হলে তিনি জানান, শিক্ষার্থীদের লেখাপড়ায় অনুশীলন ও ভালো ফলাফল আমরা সবসময় আমরা কামনা করি।