মোঃ আব্দুল আজিজ নিয়ামত পুর, নওগাঁ প্রতিনিধিঃ-
নওগাঁ-৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জনকে নওগাঁ সদর উপজেলার আওয়ামীলীগের দলীয় নেতাকর্মীরা গণসংবর্ধনা দিয়েছেন ।
আজ রবিবার বেলা ১২ টার সময় নওগাঁ জেলা ঠিকানা কমেনিটি সেন্টারে বাংলাদেশ আওয়ামী লীগ, নওগাঁ জেলা শাখার আয়োজনে মাননীয় সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জনকে এই গণসংবর্ধনা দেয়া হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,নওগাঁ -৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন এম পি। গনসংবর্ধনা অনুষ্ঠানে এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা আ”লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল খালেক, যুগ্ন-সাধারণ সম্পাদক সোহেল জাবেদ জাহাঙ্গীর, আওয়ামীলীগ নেতা বকুল সহ জেলা আ”লীগের সকল সহযোগী সংগঠনের নেতাকর্মী।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন বলেন,নওগাঁ সদর উপজেলা বাসীর সুখে দুখে নিরলস কাজ করে যাবো বলে তিনি জানান।