মিজানুর রহমান
ফরিদপুর জেলা প্রতিনিধি :
ফরিদপুরের নগরকান্দায় সরকারি মহেন্দ্র নারায়ণ একাডেমিতে নবীন বরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে ষষ্ঠ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের বরণ করে নিলেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ।
১৮ জানুয়ারী রোজ বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলার সরকারি মহেন্দ্র নারায়ন একাডেমীর মিলনাতন কক্ষে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার মোঃ কাফি বিন কবির এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার,নগরকান্দা সহকারী কমিশনার ভূমি সোনিয়া হোসেন জিসান,নগরকান্দা থানা অফিসার ইনচার্জ মোঃ আমিনুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান চুন্নু শেখ,অভিভাবক ও অত্র বিদ্যালয়ে শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা।
এ সময় স্বাগত বক্তব্য রাখেন সরকারি মহেন্দ্র নারায়ণ একাডেমির প্রধান শিক্ষক মোঃ বেলায়েত হোসেন মিয়া।
নবীন বরণ অনুষ্ঠানে নবাগত ছাত্র-ছাত্রীদের মন উৎফল্য রাখতে নবাগত শিক্ষার্থীদেরকে ফুল দিয়ে বরণসহ কুইজ প্রতিযোগিতার মধ্যে বিজয়ীদেরকে পুরস্কার বিতরণ
করেন আগত অতিথিবৃন্দ।