ঢাকাTuesday , 6 January 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

নজিপুরে ব্যবসায়ীদের সঙ্গে এসপি তারিকুলের মতবিনিময়: সন্ত্রাস দমনে জিরো টলারেন্স।

দেশ চ্যানেল
January 6, 2026 6:54 am
Link Copied!

বিপ্লব সরকারঃ স্টাফ রিপোর্টার,নওগাঁ।

নওগাঁ জেলার ঐতিহ্যবাহী ও বিখ্যাত নজিপুর বাজারের নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং আইনশৃঙ্খলা রক্ষায় ব্যবসায়ীদের সঙ্গে বিশেষ মতবিনিময় করেছেন নওগাঁর পুলিশ সুপার (এসপি) জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম। গতকাল সোমবার (৫ জানুয়ারি) রাত আনুমানিক ৯টায় নজিপুর পৌরসভা বাসস্ট্যান্ড বণিক মালিক সমিতির কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময়কালে পুলিশ সুপার নজিপুর বাজার এলাকার সার্বিক নিরাপত্তা ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করেন। তিনি স্পষ্ট হুশিয়ারি উচ্চারণ করে বলেন, “যেকোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি এবং মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।” নজিপুর বাসস্ট্যান্ড এলাকার দীর্ঘদিনের সমস্যা অবৈধ পার্কিং ও যানজট নিরসনে ব্যবসায়ী ও সাধারণ জনগণের সম্মিলিত উদ্যোগের ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।

নির্বাচন ও গণভোট নিয়ে পুলিশের প্রস্তুতি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট প্রসঙ্গে পুলিশ সুপার বলেন, একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন আয়োজনে জেলা পুলিশ সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। তিনি জনগণকে আশ্বস্ত করে বলেন, “শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পুলিশ সর্বাত্মক তৎপর রয়েছে। যেকোনো প্রয়োজনে বা অপরাধের তথ্য দিতে সরাসরি পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) এমনকি আমাকে (এসপি) ফোন করার জন্য অনুরোধ রইল।”

সভায় নজিপুর পৌরসভা বাসস্ট্যান্ড বণিক মালিক সমিতির সদস্য, স্থানীয় ব্যবসায়ী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিসহ দুই শতাধিক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নওগাঁ জেলার অতিরিক্ত পুলিশ সুপারগণ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), পত্নীতলা।

অতিরিক্ত পুলিশ সুপার (পত্নীতলা সার্কেল), অফিসার ইনচার্জ (ওসি), পত্নীতলা থানা।

সবশেষে পুলিশ সুপার উপস্থিত সকলকে নির্ভয়ে ব্যবসা পরিচালনার আহ্বান জানান এবং জনগণের জানমালের নিরাপত্তা বিধানে নওগাঁ জেলা পুলিশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST