ঢাকাSaturday , 2 December 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলের জঙ্গলগ্রাম মসজিদের ইমামের বসতঘরে আগুন

দেশ চ্যানেল
December 2, 2023 11:14 am
Link Copied!

জেলা প্রতিনিধি( নড়াইল)

নড়াইল সদর উপজেলার চন্ডিবরপুর ইউনিয়নের জঙ্গলগ্রাম পূর্বপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ শহিদুল ইসলামের বসত ঘর আগুন দিয়ে পুড়িয়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শনিবার সকালে জঙ্গলগ্রামের আলাউদ্দিন শেখসহ চারজনের নাম উল্লেখ করে থানায় অভিযোগ করা হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার (৩০ নভেম্বর) গভীর রাতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ সময় মাওলানা শহিদুল ইসলামসহ তার পরিবারের কেউ ঘরে ছিলেন না। গত তিনদিন আগে মাওলানা শহিদুল ইসলাম গ্রামের বাড়ি খুলনার পাইকগাছা উপজেলার কমলাপুর গ্রামে বেড়াতে যান।
আগুনে দেড় ভরি স্বর্ণালংকার, আসবাবপত্র, বইখাতা, বিছানাসহ টিনের ঘরটি সম্পূর্ণ পুড়ে গেছে। মসজিদ কমিটির পক্ষ থেকে মসজিদের পাশে পরিবারসহ ইমামের থাকার জন্য বসত ঘরটি করে দেয়া হয়েছে।
মসজিদ কমিটির সভাপতি আমির হোসেনসহ সদস্যদের অভিযোগ, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন ইমামের থাকার ঘরে আগুন দিয়েছে। এর আগে সিঁদ কেটে ঘরে ঢুকে মূল্যবান জিনিসপত্র নিয়ে যায় দুর্বৃত্তরা। ইমামের জন্য যে জমিতে বসতঘর করা হয়েছে, তার পাশেই প্রতিপক্ষের জমি রয়েছে। ইমামের বসতঘরের বাথরুম নিয়ে প্রতিপক্ষের লোকজন ক্ষিপ্ত হয়ে এই ঘরে আগুন দিয়েছে বলে অভিযোগ করেন মসজিদ কমিটির লোকজন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST