নড়াইল জেলা প্রতিনিধি
নড়াইলের লোহাগড়া উপজেলার নবগঙ্গা ডিগ্রি কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ জুলাই) দুপুরে নারকেলসহ বিভিন্ন ফলদ, বনজ এবং ওষুধি গাছের চারা রোপন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন-কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক টিপু সুলতান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিদ্যাৎসাহী সদস্য অবসরপ্রাপ্ত মেজর কাজী মঞ্জুরুল ইসলাম প্রিন্স, কলেজ অধ্যক্ষ মোশারফ হোসেন মোল্যা, কলেজের প্রতিষ্ঠাতা শিকদার মাহবুবর রহমান, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক হাফিজুর রহমান মল্লিক, ইংরেজি বিষয়ের সহকারী অধ্যাপক আব্দুল আলীম শেখ, সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক নাজনীন নাহার তানিয়া সুলতানা, অভিভাবক সদস্য আরিফ হোসেন খানসহ শিক্ষক ও পরিচালনা কমিটির সদস্যরা।
এর আগে কলেজ পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হয়। সুশিক্ষার মান উন্নয়নে যথাযথ পাঠদানে মেধাবী শিক্ষার্থী গড়ে তোলা, অভিভাবক সমাবেশসহ (প্যারেন্টস ডে) বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে গুরুত্বারোপ করা হয়।