জেলা প্রতিনিধি :নড়াইল
” দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা “এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলের লোহাগড়ায় পালিত হলো আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৪। সোমবার (৯ ডিসেম্বর) সকাল ১০ টায়
দিবসটি উপলক্ষে লোহাগড়া উপজেলা দুর্নীতি বিরোধী কমিটির আয়োজনে একটি র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে লোহাগড়া উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়। পরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
লোহাগড়া উপজেলা দুর্নীতি বিরোধী কমিটির সভাপতি ডক্টর সৈয়দ এমদাদুল হকের সভাপতিত্বে ও সদস্য সচিব মারুফ সামদানির সঞ্চালনায় অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন, লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আবু রিয়াদ, লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান, শিক্ষক মো. কবির হোসেন, প্রভাষক মো.শরিফুল ইসলাম, শিক্ষক মো.নজরুল ইসলাম, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামানসহ প্রমুখ। লোহাগড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী ও স্থানীয় সুধীজনরা এ মানববন্ধনে অংশগ্রহণ করেন। পরে উপস্থিত শিক্ষার্থীদের দুর্নীতি বিরোধী শপথ বাক্য পাঠ করান লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু রিয়াদ। পরে লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।