জেলা প্রতিনিধি, নড়াইল:
নড়াইলের কালিয়া উপজেলায় গৃহবধূ খাদিজা হত্যা মামলায় পেড়লী ইউনিয়নের নারী ইউপি সদস্য (মেম্বার) পেড়লী গ্রামের গরু ব্যবসায়ী মঈনুল ফকিরের স্ত্রী মুসলিমা বেগমকে গ্রেফতার করেছে কালিয়া থানা পুলিশ।
শুক্রবার (২৭ ডিসেম্বর) ভোর উপজেলার চাঁচুড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
শুক্রবার ২৭ ডিসেম্বর দুপুরে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রাশিদুল ইসলাম সাংবাদিকদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গৃহবধূ খাদিজা হত্যাকাণ্ডের ঘটনায় তার বাবা আব্দুল্লাহ মোল্যা বাদী হয়ে কালিয়া থানায় একটি হত্যা মামলার দায়ের করেন। পরে মামলার এজাহারনামীয় আসামি নারী ইউপি সদস্য মুসলিমা বেগমকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া বাকি আসামিদের গ্রেফতারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
কালিয়া উপজেলার পিরোলী গ্রামের রোমিও শিকদারের স্ত্রী খাদিজা তাদের প্রতিবেশী জুবেল শিকদারের সঙ্গে পরকীয়ার জেরে তার স্বামীর সঙ্গে কলহের এক পর্যায়ে রোববার (২২ ডিসেম্বর) দুই সন্তানের মা খাদিজা প্রেমিক জুবেল শিকদারের বাড়ি গিয়ে ওঠে। সেখানে অবস্থানকালে পরদিন সোমবার (২৩ ডিসেম্বর) জুবেইলের বড় ভাই জাহিদুল শিকদার খাদিজাকে লাঠি দিয়ে মাথায় আঘাত করে। এঘটনায় খাদিজা গুরুতর আহত হলে জুবেলের পরিবারের লোকজন তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২৫ ডিসেম্বর) খাদিজা মারা যান।
পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নিহতের মরদেহের ময়নাতদন্ত শেষে বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর নিহতের বাবার বাড়ি যশোরের অভয়নগর উপজেলার শুভরাড়া নিজ গ্রামে নিয়ে যাওয়ায় খুনের ঘটনাটি এলাকায় জানাজানি হয়। এই হত্যাকান্ডে ওইদিন রাতেই নিহত খাদিজার বাবা বাদী হয়ে মুসলিমা বেগমসহ ৬ জনকে আসামি করে কালিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।