ঢাকাSaturday , 14 October 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর
  • বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

  • নড়াইলে জেলা আওয়ামীলীগের অংগসংগঠনের কমিটির গুরুত্বপূর্ন পদে বিএনপি নেতার ছেলে,

    দেশ চ্যানেল
    October 14, 2023 9:49 am
    Link Copied!

    জেলা প্রতিনিধি (নড়াইল)

    বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী- জামায়াত-বিএনপি পরিবারের কাউকে আওয়ামীলীগের দলীয় কমিটিতে না রাখার নির্দেশনা থাকলেও মানা হয়নি নড়াইল জেলা মৎস্যজীবী লীগের পূর্ণাঙ্গ কমিটিতে।

    ৩০ সেপ্টেম্বর দলীয় প্যাডে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সায়িদুর রহমান, কার্যকরী সভাপতি মোঃ সাইফুল আলম আলিফ ও সাধারণ সম্পাদক লায়ন শেখ আজগর আলীর স্বাক্ষরিত নড়াইল জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের ৩ বছর মেয়াদী ৭৫ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। কালিয়া উপজেলার পহরডাঙ্গা ইউনিয়নের পহরডাঙ্গা গ্রামের অত্যাচারী বিএনপি নেতা আজম ঠাকুরের ছেলে মোঃ আশরাফুল আলম ওরফে সাধনকে জেলা মৎস্যজীবী লীগের পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সভাপতি পদে রাখা হয়েছে। এ ঘটনায় এলাকায় দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। ত্যাগী কর্মীদের বঞ্চিত করে বিএনপি পরিবারের সন্তানকে সহ-সভাপতি করায় তার নিজ এলাকার একাধিক আওয়ামী সমর্থক তাদের অত্যাচারের বর্ননা দিয়ে স্যোসাল মিডিয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। জানা গেছে আশরাফুল আলমের দাদা মৃত ময়েনউদ্দিন ঠাকুর ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের বিপক্ষে কাজ করেছেন এবং পিচ কমিটির চেয়ারম্যান ছিলেন।

    সরেজমিনে পহরডাঙ্গা বাজারে গেলে ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ সেলিম শিকদার এ কমিটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, আশরাফুল আলমের পিতা আজম ঠাকুর বিএনপিকে সুসংগঠিত রাখতে এখনো প্রতিনিয়ত অর্থযোগান দিয়ে আসছেন। বিএনপির আমলে আজম ঠাকুরের দ্বারা পুলিশি নির্যাতনে অনেকে বাড়ীতে ঘুমাতে পারে নাই। এছাড়া এলাকা ছাড়াও হয়েছে অনেকে। একাধিক মামলা দিয়ে হয়রানি করে ঘুম হারাম করে দিয়েছিল ওই বিএনপি নেতা আজম ঠাকুর। অথচ আজ তারই ছেলে আওয়ামী অংগসংগঠনের ভাইটাল পদে এটা দুঃখজনক।
    এ ছাড়া স্থাণীয় বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগ সভাপতি মোল্যা মোর্কারম হোসেন হিরু, ৪ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ঝুনু মোল্যা, ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ওয়িদুজ্জামান মোল্যা, আরিফ শিকদার, আওয়ামী সমর্থক শেখ মফিজুর রহমান ও আহসান হাবিবসহ আরো অনেকে তাদের অত্যাচারের বর্ননা দিয়ে বলেন, আশরাফুল আলমের বাবা আজম ঠাকুর দীর্ঘদিন ইউনিয়ন বিএনপির সভাপতি ছিলেন, পরবর্তীতে থানা বিএনপির সভাপতির পদে আসেন এবং বর্তমানে নড়াগাতী থানা বিএনপির সহ-সভাপতির দায়িত্বে থেকে দলকে সুসংগঠিত রেখেছেন। তার দাদা মৃত ময়েন উদ্দিন ঠাকুর ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের বিপক্ষে কাজ করেছেন এবং পিচ কমিটির চেয়ারম্যান ছিলেন। মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নির্দশনা বাস্তবায়ন করতে আশরাফুল আলমকে ওই কমিটি থেকে বহিস্কারের আহ্বান জানান তারা।

    পদ পাওয়ার বিষয়ে মোঃ আশরাফুল আলমের সাথে মুঠোফোনে কথা হলে বলেন, তার বাবা বিএনপির কোন কমিটিতে নেই। এলাকায় প্রতিপক্ষরা তার বাবা ও দাদাকে নিয়ে মিথ্যাচার করছেন। এছাড়া তিনি ১৮ বছর পেরিয়ে গেছেন। তাই নিজের ব্যপারে সিদ্ধান্ত নেওয়ার অধিকার রাখেন বলে জানান।
    এ বিষয়ে জেলা মৎস্যজীবী লীগের পূর্ণাঙ্গ কমিটির সাধারন সম্পাদক এম, এইচ সোহেলের সাথে তার মুঠোফোনে কথা হলে বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে পেরেছি সহ-সভাপতি পদ পাওয়া মোঃ আশরাফুল আলম বিএনপি পরিবার থেকে এসেছে। অতঃপর সভাপতির সাথে এ বিষয়ে আলোচনা করে ওই ইউনিয়নের স্থাণীয় আওয়ামীলীগ নেতাতের সাথে কথা বলে প্রমানসহ কেন্দ্রীয় কমিটিকে অবহিত করেছি এবং সঠিক তদন্ত সাপেক্ষে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জোর দাবী জানিয়েছি।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST