উজ্জ্বল রায়, নড়াইল থেকে:
রবিবার (১৯ নভেম্বর)
জেলা তথ্য অফিস, নড়াইলের উদ্যোগে নড়াইল জেলার লোহাগড়া উপজেলায় বাল্যবিবাহ অবসান ও শিশুরা প্রতি সহিংসতা প্রতিরোধে নানামুখী প্রচারণা কার্যক্রম শুরু হয়েছে ।
২০২৩ সালের নভেম্বর মাসব্যাপী এ প্রচারণার অংশ হিসেবে ১০ টি স্কুল ও মাদ্রাসায় শিক্ষকবৃন্দ এবং ম্যানেজিং কমিটির সদস্যদের নিয়ে বাল্যবিবাহ অবসান এবং শিশুর প্রতি সহিংসতা রোধে এ সেনসিটাইজেশন মিটিং অনুষ্ঠিত হয়েছে ।
ইউনিসেফ বাংলাদেশ এর আর্থিক সহযোগিতায় এবং জেলা তথ্য অফিস, নড়াইলে আয়োজনে এ যৌথ উদ্যোগী প্রচারণা নড়াইলের লোহাগড়া উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অনুষ্ঠিত হয়েছে ।
বাল্যবিবাহের অবসান এবং শিশুর প্রতি সকল ধরণের সহিংসতা রোধের লক্ষ্য নিয়ে উক্ত বিষয়ের উপর স্কুলের সকল শিক্ষক এবং ম্যানেজিং কমিটির সদস্যদের সাথে পারষ্পরিক মতবিনিময় এবং আলোচনার মাধ্যমে মিটিংটি সম্পন্ন হয় ।
সেনসিটাইজেশন মিটিং-এ উপস্থিত সকলে বাল্যবিবাহ অবসান এবং শিশুর প্রতি যেকোন সহিংসতা বন্ধে সক্রিয় ভূমিকা পালন করবে বলে শপথ গ্রহণ করে ।