ঢাকাSunday , 20 April 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে দুই ইজিবাইক চোর গ্রেফতার, চোরাই ইজিবাইক পুলিশ কর্তৃক উদ্ধার।

দেশ চ্যানেল
April 20, 2025 10:00 am
Link Copied!

জেলা প্রতিনিধি নড়াইল

নড়াইলে ডিবি পুলিশের অভিযানে একটি চোরাই ইজিবাইক উদ্ধার করা হয়েছে এবং চুরির সাথে জড়িত দুই চোরকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ।

শনিবার (১৯ এপ্রিল) দিবাগত রাতে নড়াইল সদর উপজেলায় মাদ্রাসা বাজারের রাস্তায় উপর থেকে তাদেরকে গ্রেফতার করে এবং চোরের কাছে থাকা একটি চোরাই ইজিবাইক উদ্ধার করে নড়াইলের গোয়েন্দা পুলিশ।

রবিবার (২০ এপ্রিল) সকালে জেলা পুলিশের গোয়েন্দা শাখার ওসি মোঃ শাহাদারা খান সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত চোর যশোর জেলার বেনাপোল থানার ভবেরবেড় গ্রামের জহির উদ্দিনের ছেলে সুজন উদ্দিন ও পিরোজপুর জেলার নাজিরপুর থানার মধ্য রামনগর গ্রামের মৃত আব্দুল মালেক শেখের ছেলে রোমান শেখ।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১৯ এপ্রিল) সকালে ঝিনাইদহ জেলার কালিগঞ্জ বাজার থেকে দেবেন্দ্রনাথ এর ইজিবাইকটি চুরি হয়ে যায়। পরে কালীগঞ্জ থানার একটি মামলা করেন, মামলা নম্বর ১৪।

নড়াইল জেলার পুলিশ সুপারের নির্দেশনায় সন্ত্রাসী,মাদক,চোর,সহ নিয়মিত মামলার আসামি গ্রেফতারের লক্ষ্যে গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ শাহাদারা খান পিপিএম এর তত্ত্বাবধানে এসআই মোঃ ফারুক হোসেন সহ পুলিশের একটি দল নড়াইল সদর উপজেলার মাদ্রাসা বাজার এলাকায় অভিযান চালিয়ে ২ জন চোরকে গ্রেফতার ও একটি সবুজ রঙ্গের ইজিবাইক উদ্ধার করেন। পরে তাদেরকে ঝিনাইদাহ জেলার কালীগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করেছেন।

এ বিষয়ে নড়াইল জেলা পুলিশের গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহাদারা খান সাংবাদিকদের বলেন সন্ত্রাসী কর্মকান্ড ,মাদক ব্যাবসায়ী,চোরা কারবারিদের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান রয়েছে এবং থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST