জেলা প্রতিনিধি (নড়াইল)
নড়াইলের বিদায়ী পুলিশ সুপার সাদিরা খাতুনকে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে।
রোববার (১৯ নভেম্বর) দুপুরে পুলিশ লাইন্স মিলনায়তনে এ সংবর্ধনা দেয়া হয়। বিদায় অনুষ্ঠানে জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অশ্রুসজল চোখে বিদায় জানান।
এ সময় উপস্থিত ছিলেন-অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার দোলন মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকারসহ বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তারা।
বিদায় অনুষ্ঠান শেষে সাদিরা খাতুন পুলিশ লাইন্স মিলনায়তনে বৃক্ষরোপন করেন। এছাড়া রীতি অনুযায়ী ফুলে ফুলে সাজানো গাড়িতে রশি টেনে তাকে বিদায় জানানো হয়। পুলিশ সুত্রে জানাগেছে বিদায়ী পুলিশ সুপার সাদিরা খাতুনকে নড়াইল থেকে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশে (সিএমপি) বদলি করা হয়েছে।
এদিকে, ঢাকা মেট্টোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার মেহেদী হাসানকে নড়াইলের পুলিশ সুপার করা হয়েছে। অনুষ্ঠানে নবাগত পুলিশ সুপার মেহেদী হাসানকে ফুল দিয়ে বরণ করেন উপস্থিত সকল পুলিশ কর্মকর্তাগন।
মেহেদী হাসান কুষ্টিয়ার ভেড়ামারা থানার সন্তান। তিনি ২৫তম বিসিএস পুলিশ ক্যাডারে উত্তীর্ণ হয়ে বাংলাদেশ পুলিশবাহিনীতে যোগদান করেন।