জেলা প্রতিনিধি (নড়াইল)
আসন্ন দাদ্বশ সংসদ নির্বাচনে নড়াইল ১ আসনে জাতীয় পার্টির লাংগল প্রতিক নিয়ে ভোটের মাঠে চষে বেড়াচ্ছেন মোঃ মিল্টন মোল্যা।
রবিবার ৩১ ডিসেম্বর সরোজমিন ঘুরে জানাগেছে নড়াইল ১ আসনে মোট ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। এদের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতিকের কবিরুল হক মুক্তি,বাংলাদেশ জাতীয় পার্টি ( এরশাদ) এর লাংগল প্রতিকের মোঃ মিল্টন মোল্যা প্রতিদ্বন্দ্বিতায় আছেন। লাংগল প্রতীকের মিল্টন সহ তার কর্মীরা মাউলী,ইসলাম পুর, চান্দের চর,খাসিয়াল, পুঠিমারি, দেবদুন,টুনা, নড়াগাতীও ডুমুর তলা এলাকায় নির্বাচনী গনসংযোগ করেন। ওই এলাকায় সাধারণ ভোটারদের সাথে কথা হলে তারা বলেন আমরা লাংগল প্রতিকে ভোট দিয়ে জয়যুক্ত করার আশা করছি। তারা আরো বলেন এই আসনে দুই প্রতীকে লড়াই হবে নৌকা আর লাংগলের। গনসংযোগের সময় ভোটার ও সমর্থকরা লাংগলের পক্ষে শ্লোগান দেন।
লাংগল প্রতিকের প্রার্থী মোঃ মিল্টন মোল্যার সাথে সাংবাদিকদের কথা হলে তিনি বলেন আমি স্বতঃস্ফূর্ত ভাবে নির্বাচন করছি, এই আসনের জনগন লাংগল প্রতিকে বিপুল সাড়া দিয়েছেন। তারা পরিবর্তন দেখতে চাই সে কারনে আমি ভোট যুদ্ধে নৌকাকে পরাজিত করে লাংগলের বিজয় ছিনিয়ে আনবো।