ঢাকাWednesday , 10 December 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

নড়াইল-২ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী তাজুল ইসলামের নির্বাচনী সমাবেশ ও গণমিছিল।

দেশ চ্যানেল
December 10, 2025 1:46 pm
Link Copied!

নড়াইল জেলা প্রতিনিধি

নড়াইল-২ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলামের বিশাল নির্বাচনী সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে পুরাতন বাসটার্মিনাল মুক্তমঞ্চ চত্বরে প্রথমে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে পুরাতন বাসটার্মিনাল চত্বর থেকে শহরের রূপগঞ্জ এলাকায় বিশাল মিছিল বের হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন-ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমদ।

জেলা সভাপতি মাওলানা খায়রুজ্জামানের সভাপতিত্বে সমাবেশে প্রধান আলোচক ছিলেন-সংগঠনের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন।

বিশেষ অতিথি ছিলেন-কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) জান্নাতুল ইসলাম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) মুফতি মোস্তফা কামাল, জেলা সেক্রেটারি এস এম নাসির উদ্দিন, নড়াইল-২ আসনের প্রার্থী অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সভাপতি ইমরান হুসাইন নূর, জাতীয় শিক্ষক ফোরামের যুগ্মসাধারণ সম্পাদক কামরুল ইসলাম আনসারী, ইসলামী আন্দোলনের জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মাওলানা কাজী নূরুন্নবী, মুজাহিদ কমিটির নেতা মাহবুবুর রহমান, ইসলামী যুব আন্দোলনের জেলা সভাপতি মুফতি ওমর ফারুকসহ অনেকে।

বক্তারা বলেন, বিগত ৫৪ বছর ধরে এদেশের মানুষ যা চেয়েছিল, তা পাননি। অধিকার ফিরে পাননি। নিরাপত্তার সঙ্গে বসবাস করতে পারেননি। মানুষ হয়রানির শিকার হয়েছেন, গুম হয়েছেন, মিথ্যা মামলার শিকার হয়েছেন।

৫৪ বছর যারা ক্ষমতায় ছিল, তারা জনগণের সঙ্গে প্রতারণা করেছেন। জনগণ ভালোকে ভালো বলতে জানেন, খারাপকে খারাপ বলতে জানেন। তাই এবার সব মার্কা দেখা শেষ, এবার ইসলামের হবে বাংলাদেশ। এতে নারী, পুরুষসহ সব ধর্মের অধিকার প্রতিষ্ঠিত হবে। আমরা আটটি দল একসঙ্গে হয়েছি। যেখানে যে দলের প্রার্থী মনোনীত হবেন, তাকে সবাই মিলে বিজয়ী করতে হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST