নড়াইল প্রতিনিধি
নড়াইল-২ আসনে (লোহাগড়া ও নড়াইল সদরের আংশিক) বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এজেডএম ফরিদুজ্জামান ফরহাদ নির্বাচনী গণসংযোগ করেছেন। এ সময় বিএনপির বিপুল সংখ্যক দলীয় নেতা-কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার ( ৮ জানুয়ারি) বিকাল ৪ টার দিকে নড়াইল-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এজেডএম ফরিদুজ্জামান ফরহাদ দলীয় নেতা কর্মী ও সমর্থকদের নিয়ে লোহাগড়া বাজারসহ ইতনা ইউনিয়নের ইতনা চৌরাস্তা বাজার, কুমোরডাঙ্গা, রাধানগর বাজার ও চরদৌলতপুর বাজার, উত্তর পাংখারচর বউবাজার এলাকার সাধারণ ভোটারদের সাথে কুশল বিনিময় শেষে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।
গণসংযোগকালে অসংখ্য নেতাকর্মীরা অংশ গ্রহণ করেন।

