জেলা প্রতিনিধি নড়াইল
নন্দিত জননেতা তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে শুভেচ্ছা জানিয়ে নড়াইল-২ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট ফরিদুজ্জামান ফরহাদের প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় লক্ষ্মীপাশা খেয়াঘাট থেকে দলীয় নেতা-কর্মী ও সমর্থকরা বাদ্যযন্ত্র সহকারে নন্দিত জননেতা তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে নড়াইল-২ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী এডভোকেট ফরিদুজ্জামান ফরহাদের পক্ষে
একটি বিরাট প্রচার মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর বিএনপির কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
পরে অনুষ্ঠিত পথ সভায় বক্তব্য রাখেন লোহাগড়া পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো: মুসা মোল্যা।
এ সময় বিএনপি নেতা আজম মৃধা, বদিয়ার রহমান, জিয়াউর রহমান লোটাস, সৈয়দ গোলাম কিবরিয়া, তরিকুল ইসলাম, খালিদ হাসানসহ প্রমূখ।

