নবীগঞ্জ প্রতিনিধি :
নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্মলেন্দু দাস রানার বিরুদ্ধে (প্যানেল চেয়ারম্যান ০১) ও ইউপি সদস্য ওয়াহিদ মিয়া, গতকাল সোমবার (০৪ নভেম্বর) দুপুরে তিনির স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর জমা দিয়েছেন। অভিযোগ সূত্রে জানা যায়, করগাঁও ইউনিয়নের চেয়ারম্যান নির্মলেন্দু দাস রানা, গত ৫ই আগষ্ট স্বৈরাচার সরকার দেশ পলায়েনের পর, নির্মলেন্দু দাশ রানাও অনুপস্থিত আছেন। গত (০৩ নভেম্বর) করগাঁও ইউনিয়ন পরিষদে ইউ/পি সদস্য ও সংরক্ষিত মহিলা ইউ/পি সদস্যদের নিয়ে এক জরুরি সভা হয়। উক্ত সভায় চেয়ারম্যান নির্মলেন্দু দাস রানার অনুপস্থিত সম্বন্ধে আলাপ-আলোচনা হয়। ইহাতে দেখা যায় যে, অত্র ইউনিয়নের জনগণের অনেক কাজ স্থগিত রহিয়াছে, আমরা ইউ/পি সদস্যগন জনগণের জবাব দিতে পারিতেছি না। পূর্বে আমাকে চেয়ারম্যান নির্মলেন্দু দাস রানা, চিকিৎসায় যাওয়ার জন্য জেলা প্রশাসক বরাবরে আমাকে দায়িত্ব দিলে ও ইউনিয়ন পরিষদে তাহা কার্যকর করা হয় নাই। যাহার ফলে আমিও দায়িত্ব নিতে পারিতেছি না। তাই আমি বাধ্য হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করি। এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাশ অনুপ, লিখিত অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করেন।