ঢাকাSunday , 6 August 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর
  • বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

  • নবীগঞ্জে ইউপি সদস্য ও তার ভাইকে প্রাণে হত্যার চেষ্টা! কোর্টে মামলা দায়ের

    দেশ চ্যানেল
    August 6, 2023 3:27 am
    Link Copied!

    তুহিন আলম রেজুয়ান নবীগঞ্জ প্রতিনিধি

    নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের ইউপি সদস্য ও তার ভাইকে প্রাণে হত্যার চেষ্টা করেছে একদল দুর্বৃত্তরা। বর্তমান ইউপি সদস্য খালেদ মাসুদের ভাই মোঃ রজব আলীর পুত্র মোঃ ফিরোজ মিয়া বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখ করে হবিগঞ্জ কোর্টে একটি মামলা দায়ের করেন।মামলার আসামীগণ হলেন,মৃত আঃ হাই খানের পুত্র হোসেন খান (৩৮),মৃত এরশাদ উল্লার পুত্র পারুল মিয়া (৪৫),মৃত রজব উল্লার পুত্র ইলাছ উদ্দিন (৪২),মৃত ওয়াহিদ উল্লার পুত্র ইউসুফ মিয়া (৩৫), মৃত কুটি মিয়ার পুত্র আহমদ আলী (৪৫),মৃত মান উল্লার পুত্র মিলাদ মিয়া (৪০),মৃত সিকন্দর আলীর পুত্র জিয়াউল হক (৩৫) উভয়ই ইনাতগঞ্জ ইউনিয়নের কাকুড়া গ্রামের। মামলার সূত্রে জানাযায়, ফিরোজ মিয়ার ভাই ইউপি সদস্য খালেদ মাসুদ নির্বাচিত হয়ে এলাকায় অনেক উন্নয়ন মূলক কাজ চালিয়ে যাচ্ছেন। তারই উন্নয়ন মূলক কাজের সুনাম নষ্ট করার জন্য তার বিরুদ্ধে জালিয়াতির মিথ্যা অভিযোগ এনে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ করে মামলার আসামীগণ।

    মামলার কপি

    উক্ত অভিযোগের বিষয় নিয়ে এলাকাবাসী একটি প্রতিবাদ সভার আয়োজন করেন। প্রতিবাদ সভা শেষে গ্রামবাসী ২০৮ জনের সম্মেলিত স্বাক্ষর দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরের অভিযোগ মিথ্যা বলে অভিযোগের পাল্টা একটি দরখাস্ত দাখিল করেন।
    প্রতিবাদ সভায় মিথ্যা অভিযোগের বিষয় নিয়ে ইউপি সদস্য ও তার ভাই প্রতিবাদ করায় তাদের উপর ক্ষিপ্ত হয়ে উঠে অভিযোগকারীরা। ইউপি সদস্য ও তার ভাইসহ আত্মীয়-স্বজনকেও প্রাণে হত্যার হুমকি দেয় হোসেন খান গংরা। গত মঙ্গলবার (১ আগস্ট) বিকেলে ইউপি সদস্যের ভাই ফিরোজ মিয়া তাদের ড্রাগন বাগানে যাওয়ার পথিমধ্যে মামলার উল্লেখিত সব আসামীগণ দা,লাঠি,লোহার রড,ফিকলসহ দেশীয় অস্ত্র নিয়ে তার উপর হামলা চালানোর জন্য এগিয়ে আসে। ফিরোজ মিয়ার আত্মচিৎকারে আশপাশের লোকজন দৌড়ে এগিয়ে আসায় তারা পালিয়ে যায়।এবং ভবিষ্যতে পেলে তাকে ও তার পরিবারের সবাইকে প্রাণে হত্যা করবে বলে হুমকি
    প্রদান করে। এ বিষয়ে ফিরোজ মিয়া বাদী হয়ে হবিগঞ্জ নির্বাহী ম্যাজিস্ট্রেট (২) আদালতে মামলা দায়ের করেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST