তুহিন আলম রেজুয়ান নবীগঞ্জ প্রতিনিধি :
নবীগঞ্জ উপজেলার আউশকান্দি এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হয়েছেন। এ সময় জনতা এক ছিনতাইকারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
জানা যায়, গত ১১ আগষ্ট শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে আউশকান্দি হীরাগঞ্জ বাজারস্থ আবেদ আলী ইঞ্জিনিয়ারিং সিএনজি ওয়ার্কসপের মালিক ও সিএনজি চালক আবেদ আলীকে সিএনজি অটোরিকশা মেরামত করানোর কথা বলে ছিনতাইকারী চক্র মহাসড়কের মিনাজপুর নামক স্থানে টমটম গাড়ী যোগে নিয়ে যায়। সেখানে তাকে ছুরিকাঘাত ও মারপিট করে তার নিকট থেকে নগদ ৩২ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায়। এ সময় আবেদ আলীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে মোটরসাইকেল যোগে ধাওয়া করে মহাসড়কের সঈদপুর এলাকায় মাজিদ মিয়া (২২) নামে এক ছিনতাইকারীকে টমটম গাড়ী সহ জনতা আটক করতে সক্ষম হয়। আটক মাজিদ আউশকান্দি ইউনিয়নের বনগাঁও গ্রামের হিরা মিয়ার পুত্র। এ সময় জিজ্ঞাসাবাদে সে জানায় তার সহযোগী আবু বক্কর (২৬) ও রেপু মিয়া (২৫) পালিয়ে গেছে।
এ ঘটনায় আহত আবেদ আলীর ভাই জুনাব আলী বাদী হয়ে মামলা দায়ের করেন। গতকাল আটক মাজিদকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
এ ব্যাপারে নবীগঞ্জ থানার ওসি ডালিম আহমেদ জানান, ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ছিনতাইকারীকে আটক করে থানায় নিয়ে আসে। তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। পলাতক আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।