মো: তুহিন আলম রেজুয়ান নবীগঞ্জ প্রতিনিধিঃ
নবীগঞ্জে নারী ও শিশু নির্যাতন দমন আইন মামলার আসামী রাকিব আলী(২০)কে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ। সোমবার ভোর রাতে সিলেট ওসমানী নগর মোল্লাপাড়া এলাকা থেকে রাকিব আলীকে গ্রেফতার করে পুলিশ । জানাযায়, নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলীর নির্দেশনায় ইনাতগঞ্জ পুলিশ ফাড়ির এসআই অনিক পালের নেতৃত্বে একদল পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামি রাকিব আলী গালিমপুর গ্রামের আব্দুর রশিদের পুত্র। সোমবার গ্রেফতারকৃত আসামীকে হবিগঞ্জ বিজ্ঞ আদালতে মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী।