ঢাকাWednesday , 18 June 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

নবীগঞ্জে প্রতিপক্ষের আঘাতে একজন গুরুতর ভাবে আহত।

দেশ চ্যানেল
June 18, 2025 8:38 am
Link Copied!

নবীগঞ্জ প্রতিনিধি:-

নবীগঞ্জ উপজেলার কুর্শি পয়েন্টস্থ ব্যবসায়ী প্রতিষ্ঠান ভাংচুর ও লুটপাট করেও শান্ত হয়নি। অবশেষে ব্যবসায়ির উপর অমানুষিক নির্যাতন করে আওয়ামীলীগ নেতা জয়নাল বাহিনীর লোকজন। দিন দুপুরে এক ব্যবসায়ীর দোকান ঘরে দলবন্ধ সন্ত্রাসীরা ডুকে প্রাণে হত্যার উদ্দেশ্যে। এতে, অতর্কিত ভাবে সন্ত্রাসী হামলা চালিয়ে জুসেদ মিয়া (২৮) নামের ব্যাক্তির উপর! প্রকাশ্য দিবালোকে এভাবে একজন ব্যাক্তিকে কুপিয়ে নির্মমভাবে ক্ষত-বিক্ষত করা হয়েছে৷ আহত যুবককে প্রথমে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তার শারিরিক অবস্থার অবনতি দেখে আশংকাজনক অবস্থায় তাকে সিলেট এম,এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন৷ সেখানে চিকিৎসাধীন অবস্থায় এ রিপোর্ট লেখা পর্যন্ত সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন বলেও তার পারিবারিক সূত্রে জানাগেছে।

তবে, আহতদের ব্যবসায়ীর চিকিৎসক জানিয়েছেন, এথনো তিনি শঙ্কামুক্ত নন।ঘটনাটি ঘটেছে গত (১৫ জুন) রবিবার বিকাল অনুমান ৩টার দিকে।

এ ব্যাপারে আহতের ভাই মামলার বাদী জাকেদ মিয়া বলেন, আমার ভাইকে আওয়ামীলীগের দূসর কর্তৃক সন্ত্রাসী হামলা চালিয়ে নির্মমভাবে মধ্যযুগীয় কায়দায় দিন দুপুরে খুন করার উদ্দেশ্যে হামলা চালিয়ে বিরদর্পে ঘুরে বেড়াচ্ছে।

এ ব্যাপারে আহত’র পারিবারিক সূত্রে জানা যায়, কুর্শি ইউনিয়নের কুর্শি গ্রামের মছব্বির মিয়ার পুত্র জাপা নেতা জামাল মিয়া (৪০), তার বড় ভাই শ্রমিকলীগ নেতা ও জয়নাল বাহিনীর প্রধান শাহান মিয়া শিবলু মিয়া গংরা তাদের দলবন্ধ অস্ত্রধারী লোকজন ঘটনার সময় পূর্ব শত্রুতার জেরধরে পূর্ব পরিকল্পিত অনুযায়ী কুর্শি গ্রামের মৃত আব্দুল তাহিদের পুত্র জুসেদ মিয়াকে তার অটো পার্টস দোকানের ভিতরে দিবালোকে হামলা চালায় সন্ত্রাসী জয়নাল বাহিনী! এসময় হামলাকারীরা ব্যবসায়ী যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মাথা ক্ষত-বিক্ষত সহ শরীরের বিভিন্নস্থানে মধ্যযুগীয় কায়দায় গুরুতর আহত করা হয়৷ এসময় নির্মম যন্ত্রণায় জুর সূরে চিৎকার করলে আশপাশের লোকজন তার চিৎকার শুনে এগিয়ে আসলে সন্ত্রাসী হামলাকারী জয়নাল বাহিনী বীরদর্পে চলে যায়৷ দিন- দুপুরে ফিল্মি স্টাইলে এমন ন্যাক্কারজনক সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনায় এলাকার সচেতন মহলের মধ্যে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় বইছে।

এ ব্যাপারে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোঃ কামরুজ্জামানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, অভিযোগ পেয়েছি। অভিযোগের প্রেক্ষিতে আমার আজ বিকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইন অমান্যকারী, সন্ত্রাসী ও চাঁদাবাজি যে-ই করুক না কেন, কাউকে ছাড় দেওয়া যাবে না। অপরাধীদের আইনের আওতায় এনে ব্যবস্থা নেয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST