ঢাকাFriday , 3 October 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

নারকেল পাড়তে গিয়ে বিদুৎপৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু।

দেশ চ্যানেল
October 3, 2025 3:56 pm
Link Copied!

জিয়াউল হক,দূর্গাপুর উপজেলা প্রতিনিধি, নেএকোনা।

বাড়ির সামনে নারেকেল গাছে ওঠে নারেকেল পাড়তে গিয়ে বিদুৎস্পৃষ্ট হয়ে গাছেই ঝুলে মারা যায় সিফাত (১৫) নামের এক মাদ্রাসা ছাত্র।

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার বলাইশিমুল ইউনিয়নের সরাপাড়া গ্রামে শুক্রবার সকালে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। সিফাত ওই গ্রামের শহিদুল্লাহর ছেলে। পার্শবর্তী জেলা কিশোরগঞ্জের একটি কওমী মাদ্রাসায় পড়তো সে। পরিবার সূত্রে জানা যায়, সিফাত কোরআনের ২১ পাড়া মুখস্থ করেছিলো।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে বাড়ির সামনের একটি নারকেল গাছে ওঠে নারকেল পাড়ার জন্য। এসময় কাচা ডাল কেটে সরিয়ে দেয়ার সময় বিদুৎ সঞ্চালন তারে গাছের ডাল পড়ে পুরো গাছ বিদুৎতায়িত হয়।

এসময় সিফাত বিদুৎস্পৃষ্ট হয়ে অর্ধঝুলন্ত অবস্থায় থাকে। এলাকাবাসী দেখে সকলেই উদ্ধার করে তাকে দ্রত স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে রাতে বৃষ্টিতে গাছটি ভিজে থাকায় এই দুর্ঘটনাটি ঘটেছে বলে স্থানীয়রা জানায়। তারা মনে করেন সাবধানতা অবলম্বন করে গাছে ওঠলে এই মর্মান্তিক ঘটনাটি ঘটতো না। এ ঘটনায় কেন্দুয়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

এ ব্যাপারে কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান জানান, আমরা খবর পেয়েই ঘটনাস্থলে যাই এবং বিদ্যুৎ এর সংযোগ বন্ধ করা হয়। পরে স্থানীয়রাই ফায়ার সার্ভিসের কর্মীরা যাওয়ার আগেই সিফাতকে উদ্ধার করে।

নেত্রকোনা ফায়ার সার্ভিস স্টেশনের সহকারী উপ পরিচালক হাফিজুর রহমান জানান, এলাকাবাসী আগেই সিফাতের মরদেহ নামিয়ে ফেলেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST