মোঃ রিপন রেজা স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জঃ
এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে এক নির্বাচনী জনসভায় যোগ দিয়েছেন বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান।রোববার দিবাগত রাত প্রায় তিনটার দিকে নারায়ণগঞ্জ সোনারগাঁয়ের কাঁচপুর এলাকায় একটি খোলা মাঠে অস্থায়ী মঞ্চ হতে নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য রাখেন।বক্তব্যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশে গত ১৫/১৬ বছর নিশিরাতে নির্বাচন হয়েছে এবং আসছে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। তাই এবার ভোটারদের সতর্ক থাকতে হবে। ভোটের দিন ফজরের নামাজ পড়েই কেন্দ্রে যেতে হবে এবং ভোট দিতে হবে।প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, বিএনপি সরকার গঠন করলে ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ড চালু করা হবে।নারায়ণগঞ্জকে নিরাপদ, মাদক এবং দুর্নীতিমুক্ত করা হবে। জনগণের রায়ে বিএনপি সরকার গঠন করলে বেকারদের কর্মসংস্থান, খাল খনন এবং কৃষকদের জন্য বিশেষ বীমা ব্যবস্থাও চালু করা হবে। ফলে আগামী ১২ ফেব্রুয়ারি জনগণ তাদের রাজনৈতিক ও ভোটাধিকার প্রয়োগ করবে বলে আমি আশাবাদী।আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তারেক রহমান বলেন-গত দেড় দশকে নারায়ণগঞ্জে বহু বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান দখল হয়েছে।সন্ত্রাসী অপরাধীদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে।নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের আয়োজনে ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের সভাপতিত্বে আয়োজিত পথসভা অনুষ্ঠিত হয়।সঞ্চালনা করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম।জনসভায় আরো বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-১ আসনের প্রার্থী মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু, নারায়ণগঞ্জ-২ আসনের প্রার্থী নজরুল ইসলাম, নারায়ণগঞ্জ-৩ আসনের প্রার্থী আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ-৫ আসনের প্রার্থী আবুল কালাম এবং নারায়ণগঞ্জ-৪ আসনের জোট প্রার্থী মনির হোসেন কাসেমী।

