ঢাকাWednesday , 6 December 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

নারায়ণগঞ্জে ইঁট বালুর ব্যবসাকে কেন্দ্র করে মুন্না বাহিনীর হামলা

দেশ চ্যানেল
December 6, 2023 7:51 am
Link Copied!

মোঃরইস উদ্দীন রিপন স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জঃ

নারায়ণগঞ্জ ফতুল্লার খালপাড় এলাকায় ইট-বালুর ব্যবসাকে কেন্দ্র করে এক ব্যবসায়ীর রিক্সার গ্যারেজ ও বসত বাড়িতে হামলা চালিয়েছে স্থানীয় কিশোর গ্যাং লিডার মুন্না ও তার বাহিনীর সদস্যরা।ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী লিটন মিয়ার স্ত্রী ও বড় ছেলের স্ত্রী বাঁধা দিতে এগিয়ে আসলে তাদের উপর হামলা চালায় মুন্না বাহিনীর লোকজন।মঙ্গলবার(৫ ডিসেম্বর)রাতে ফতুল্লা থানাধীন উত্তর নরসিংপুর-১ নং ওয়ার্ডের মরা খালপাড় এলাকায় অবস্থিত লিটন মিয়ার বাড়ি,রিক্সার গ্যারেজ ও একটি দোকানে হামলা চালায় কিশোর গ্যাং সদস্যরা।অভিযোগ রয়েছে-মুন্না নিজেকে প্রভাবশালী একজন নেতার অনুসারী দাবি করে দীর্ঘদিন ধরে ফতুল্লা ১,২ ও ৩নং ওয়ার্ডের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান থেকে চাঁদাবাজি করে আসছে।তাছাড়া তার আওতাভুক্ত এলাকাগুলোতে নতুন ভবন নির্মাণ করতে হলে তার কাছ থেকে বালু,ইট,সিমেন্ট,রড সহ সকল নির্মাণ সামগ্রী ক্রয় করতে হয়।যারা তার নিকট হতে নির্মাণ সামগ্রী ক্রয় করবেনা,সেসব নির্মাণাধীন ভবনে হামলা চালিয়ে চলমান কাজ বন্ধ করে দেয় মুন্না ও তার বাহিনীর সদস্যরা।তাছাড়া বহু বছর ধরে যারা এসব এলাকার রড,সিমেন্ট,ইট,বালুর ব্যবসা করছে,তাদের ব্যবসা ছেড়ে দিতে হুমকি প্রদান করা হয়।বিভিন্ন সময় তার নির্ধারিত চাঁদার মাধ্যমে ব্যবসায়ীদের ব্যবসা করতে বলেন মুন্না ও তার বাহিনী।ব্যবসায়ীদের সূত্রে জানাযায়-ফতুল্লা থানাধীন উত্তর নরসিংপুর এলাকার ইট ও বালুর ব্যবসায়ী রাসেল ও সাগরকে দীর্ঘদিন ধরে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখতে বলেন মুন্না বাহিনী।হুমকি স্বরূপ ব্যবসা চালিয়ে যেতে হলে ৫ লক্ষ টাকা দিতে হবে।তাদের কথা কোন কর্ণপাত না করার কারনে গত ২’দিনপূর্বে ৩০-৩৫ জনের একটি কিশোর গ্যাং নিয়ে অবস্থান নেয় রাসেল ও সাগরের দোকানে।পরবর্তীতে উত্তেজিত হয়ে গ্যারেজ ও বসত বাড়িতে হামলা চালিয়ে নিজেদের অস্তিত্ব জানান দেয়।ঘটনার পর ভুক্তভোগীর পরিবার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে,ভুক্তভোগীর পরিবারের উপর আরো বেশি ক্ষিপ্ত হয় মুন্না ও তার ভাইয়েরা।এরই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার(৫ ডিসেম্বর) রাতে প্রায় ৩০-৩৫ জনের একটি সংঘবদ্ধ দল ও মুন্নার ভাইয়েরা দেশীয় ধারালো অস্ত্র-সস্ত্র নিয়ে ভাংচুর চালায় লিটন মিয়ার সকল প্রতিষ্ঠানে।খোঁজ নিয়ে জানাযায়-মুন্না ও তার ভাইয়েদের নামে করা থানায় অভিযোগের ফলে তারাও থানায় গিয়ে পাল্টা অভিযোগ দায়ের করে।অভিযোগের ফলে তদন্ত করতে যায় ফতুল্লা মডেল থানার এসআই আজিজ। তদন্তের সময় সময় পুলিশ রাসেলের রিক্সার গ্যারেজ তল্লাশি করলে,ঠিক সেই মুহুর্তে মুন্নার ৩ ভাইসহ ৩০-৩৫ জনের একটি কিশোর গ্যাং বাহিনী তাদের বসত বাড়িতে হামলা চালায়।হামলা চালিয়ে রাসেল ও সাগরকে খোঁজ করছিলো মুন্না বাহিনী ও ঘটনাস্থলে যাওয়া পুলিশ সদস্যরা।ঘটনার বিষয়ে ভুক্তভোগী ব্যবসায়ীর বড় ছেলে রাসেল বলেন-মুন্না ও তার ভাইসহ তার বাহিনীর সদস্যরা দীর্ঘদিন ধরে তাদের ইট- বালুর ব্যবসা ছেড়ে দিতে হুমকি দিয়ে আসছে।নতুবা ব্যবসা করতে হলে ৫ লক্ষ টাকা চাঁদা দিতে হবে।তাদের প্রস্তাবে আমরা রাজি না হলে গত ২দিন টানা আমার গ্যারেজ ও দোকানে হামলা চালায়।ঘটনার বিষয় থানায় একটি লিখিত অভিযোগ করলে ঘটনাস্থলে পুলিশ এসে তদন্ত করেলে ঘটনার সত্যতা পায় পুলিশ।আজকে হঠাৎ পুলিশ এসে আমার গ্যারেজ তল্লাশি করছে।তল্লাশির ব্যাপারে জানতে চাইলে-পুলিশ সদস্যরা বলেন এই গ্যারেজে মাদক বিক্রি করা হয়।তিনি আরো বলেন-আমরা হামলার শিকার হয়ে পুলিশের কাছে বিচার চাইতে থানায় গেলাম।আজকে উল্টো আমাদের ফাঁসানো হচ্ছে।মুন্না বাহিনী পুলিশের উপস্থিতেই আমার বাড়িতে হামলা চালায়।সে সময় আমার মা ও স্ত্রী প্রতিবাদ করতে আসলে তাদের উপরেও হামলা করে।যাওয়ার সময় বলেন তোর ছেলেকে বলেবি ব্যবসা ছেড়ে দিতে,নয়তো মেরে ফেলবো।বিভিন্ন সূত্রে জানাযায়-ফতুল্লা থানাধীন ২ নং ওয়ার্ডের আলিপাড়া মসজিদ সংলগ্ন শান্তিপাড়া এলাকার সুরুজ মিয়ার ৪ ছেলেরা ফতুল্লার কিছু এলাকার কিশোরদের নিয়ে পৃথক গ্যাং গড়ে তুলেছে।এছাড়াও দীর্ঘদিন ধরে মুন্না ও তার আপন ৩ ভাই নিজেদের একজন নেতার অনুসারী দাবি করে পুরো এলাকায় চাঁদাবাজিসহ বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছে।এসব সদস্যদের নিয়ে ক্ষমতাসীন দলের যে কোনো মিটিং-মিছিলে শামিলও হয় তারা।সেই সুবাদে আওয়ামী লীগের পদে থাকা বিভিন্ন নেতাদের সাথে কৌশলে ছবি তুলে নেয়।পরে তা নিজেদের ফেসবুকসহ বিভিন্ন মাধমে শেয়ার করেন।পরবর্তীতে নেতাদের নাম ভাঙ্গিয়ে এলাকায় মুন্না বাহিনী রাজত্ব কায়েম করছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST