মোঃরইস উদ্দীন রিপন স্টাফ রিপোর্টারঃ
নারায়ণগঞ্জ শহরের প্রাণকেন্দ্র চাষাড়া হতে কিশোর গ্যাং লিডার সাজ্জাদ(২৩)সহ ৪ জনকে গ্রেপ্তার করেছে র্যাব-১১।গ্রেফতার কালে কিশোর গ্যাংদের সাথে থাকা ২টি সুইচ গিয়ার,১টি নকল ডাস্টার ও ১টি লোহার পাইপ উদ্ধার করা হয়।মঙ্গলবার(১২ই ডিসেম্বর)র্যব-১১সিপিসি-১ এর একটি টিম চাষাড়া শান্তনা মার্কেটের সামনে থেকে তাদের গ্রেপ্তার করেন।র্যাব-১১সিপিসি-১ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার কাজী শাহাবুদ্দিন আহমেদ মঙ্গলবার সন্ধ্যায় এক প্রেস কিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।গ্রেপ্তারকৃতদের মধ্যে সাজ্জাদ(২৩)পিতা-আব্দুল মান্নান,পূর্ব ইসদাইর(আব্দুল্লাহ সাহেবের বাড়ির ভাড়াটিয়া)ফতুল্লা।সাবিদ মেহরাব সীমান্ত (১৯)পিতা-মোঃ শাখাওয়াত হোসেন,গ্রাম- হেমায়েতপুর,থানা-পাবনা সদর, জেলা-পাবনা, এ/পি সাং- এসএম সালেহ রোড,পদ্মা সিটি-১,টানবাজার,নারায়ণগঞ্জ সদর।রাজা দাস(২৪),পিতা-জগদীস চন্দ্র দাস,৬৬ নং নয়ামাটি রোড,উত্তর র্যালী বাগান,নারায়ণগঞ্জ সদর এবং জয় দাস (২৩),পিতা-প্রভু চন্দ্র দাস,৬৬নং নয়ামাটি রোড,উত্তর র্যালী বাগান,নারায়ণগঞ্জ সদর।র্যাবের এই কর্মকর্তা আর জানান, প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে-গ্রেপ্তারকৃত আসামীরা পরস্পর যোগসাজসে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও রাস্তা ঘাটে পরিকল্পিতভাবে দলবদ্ধ হয়ে অস্ত্রসস্ত্রের মহড়া ও দাপট প্রদর্শন করে ভয়ভীতি দেখিয়ে বিশৃঙ্খলা এবং অরাজকতা সৃষ্টি করে। তারা জনমনে আতঙ্ক সৃষ্টির করে জনসাধারণের নিকট হতে চাঁদাদাবী করে।এলাকাবাসী তাদের হিংস্রতা,অত্যাচার ও নির্যাতনের ভয়ে প্রতিবাদ করতে সাহস পায় না।তারা দীর্ঘদিন ধরে পরিকল্পিতভাবে ছিনতাই ও চাঁদা দাবীর উদ্দেশ্যে দলগতভাবে শক্তির মহড়া,দাপট প্রদর্শনসহ গুরুতর বিভিন্ন অপরাধ সংঘটন করে ফতুল্লা মডেল থানা এলাকাসহ আশপাশের এলাকায় দলবদ্ধ হয়ে জনমনে ভয়ভীতি ও ত্রাস সৃষ্টি করে ছিনতাই এবং বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টির মাধ্যমে আইন শৃঙ্খলার বিঘ্ন ঘটিয়ে আসছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।