মোঃরিপন রেজা স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ সদর উপজেলায় ছিনতাইয়ের অভিযোগে ৪ জনকে আটক করে গণধোলাই দিয়েছে স্থানীয়রা।শুক্রবার সকালে উপজেলার গোগনগর এলাকায় এই ঘটনা ঘটে।এ সময় পুলিশ জরুরী সেবা ৯৯৯ থেকে কল পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের ৪ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তথ্যটি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি)মোঃ শাহাদাত হোসেন।তিনি জানান-আমরা সকালে জরুরী সেবা ৯৯৯ থেকে কল পেয়ে জানতে পারি যে,গোগনগর এলাকায় ছিনতাইয়ের অভিযোগে ৪ জনকে গণধোলাই দিয়েছে স্থানীরা।তাৎক্ষণিক ঘটনাস্থলে আমরা আমাদের পুলিশ ফোর্স পাঠাই। আমাদের পুলিশ অভিযুক্ত ৪ জনকে আহত অবস্থায় নারায়ণগঞ্জ জেনারেল(ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে ভর্তি করিয়েছি,তারা চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।আমরা চেষ্টা করছি তাদের নাম-পরিচয় জানার জন্যে।পুলিশ অফিসার জানান-হাসপাতালে পুলিশের আওতাধীন রয়েছে তারা।আমরা ঘটনা তদন্ত করছি।মামলা প্রক্রিয়াধীন আছে, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।