ঢাকাThursday , 9 October 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

নারায়ণগঞ্জে মাদ্রাসা ছাত্রকে বলৎকারের অভিযোগ।

দেশ চ্যানেল
October 9, 2025 5:24 am
Link Copied!

মোঃ রিপন রেজা স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জঃ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় এক মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে প্রায় ১০ বছর বয়সী এক ছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে।বুধবার রাতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন(নাসিক)৯নং ওয়ার্ডের জালকুড়ি ইসলামিয়া ইন্টারন্যাশনাল মাদরাসায় এই ঘটনা ঘটে।চাঞ্চলকর ঘটনাটি এলাকায় জানাজানি হয়ে উত্তেজনার সৃষ্টি হলে,এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে অভিযুক্ত শিক্ষক ও মাদরাসার প্রিন্সিপালকে গণপিটুনি দিয়েছে।স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়-গত ৩ অক্টোবর রাত প্রায় ১০টার দিকে মাদরাসার শিক্ষক মোঃ সাইফুল ইসলাম(২৬) দশ বছর বয়সী ঐ মাদ্রাসা ছাত্রকে ভয়-ভীতি দেখিয়ে কৌশলে নির্জন স্থানে নিয়ে জোরপূর্বক বলাৎকার করেন।পরবর্তীতে ভুক্তভোগী ছাত্র মাদরাসার প্রিন্সিপাল মিজানুর রহমানকে বিষয়টি জানালে,প্রিন্সিপাল তা গোপন রাখতে ছাত্রটিকে ভয় দেখান।একপর্যায়ে বুধবার রাতে বিষয়টি এলাকাবাসীর মধ্যে জানাজানি হলে রাত প্রায় ৯টার দিকে তারা ক্ষিপ্ত হয়ে মাদ্রাসার শিক্ষক শিক্ষক সাইফুল ইসলাম এবং প্রিন্সিপাল মিজানুর রহমান উভয়কেই গণপিটুনি দেন।ঘটনার বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক(তদন্ত)মিজানুর রহমান বলেন-আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে অভিযুক্ত শিক্ষককে আটক করে থানায় নিয়ে এসেছি।ঘটনার বিস্তারিত জানতে ভুক্তভোগী ছাত্র এবং তার মায়ের সঙ্গে কথাবার্তা হচ্ছে।ঘটনায় বিষয়ে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধিন রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST