মোঃ রইস উদ্দিন(রিপন)স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জ বন্দর উপজেলার রুপালি আবাসিক এলাকার মনি আক্তার কিডনি রোগে আক্রান্ত হয়ে,দীর্ঘ ১৮ মাস ধরে চিকিৎসাধীন অবস্থায় সোনার বাংলার ডাইলোসিস সেন্টারে, চিকিৎসক কিডনি বিশেষজ্ঞ ডাক্তার মোস্তাফিজুর রহমানের তত্ত্বাবধানে রয়েছেন।অসহায় গৃহিণী মণি আক্তারের দুইটি কিডনি অকেজো হয়ে গেছে।আর্থিক ও সংসারের টানাপোড়নের অভাবে ক্রমেই মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে নিরীহ এই ২ সন্তানের জননী।ডাক্তারের চিকিৎসা ও পরামর্শ অনুযায়ী জানা যায়-মনি আক্তারের সুচিকিৎসার জন্যে প্রায় ১২ লাখ টাকার প্রয়োজন।এমতাবস্থায় পরিবারের পক্ষে তার চিকিৎসার টাকা জোগাড় করা কোনক্রমেই সম্ভব নয়।মনি আক্তারের স্বামী মোঃ রকিব একজন অতি সাধারণ গার্মেন্টস কর্মী।সে নারায়ণগঞ্জ শহরের একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে মাত্র মাসিক ১২ হাজার টাকা বেতনে চাকুরী করেন।এতো অল্প টাকায় সংসার চালিয়ে স্ত্রী মনি আক্তারের চিকিৎসার খরচ চালানো কষ্টসাধ্য হয়ে পড়েছে।এর মধ্যে তার দুই মেয়ে যথাক্রমে মারিয়া(১০) ও সুমাইয়া(৫)এর লেখাপড়ার খরচ তো আছেই।তাই সন্তানদের মুখের দিকে তাকিয়ে বেঁচে থাকতে চায় মৃত্যু-পথযাত্রী গৃহবধূ মনি আক্তার।মনি আক্তারের বিশেষ আকুতি সে সুস্থ স্বাভাবিক জীবন যাপন করতে চায়।সমাজের বিত্তবানদের সহযোগিতা পেলে আবার সে সুস্থ হয়ে সকলের কাছে ফিরে আসতে চায়।তাই সে সমাজের বিত্তবানদের নিকট আর্থিক সাহায্যের জন্যে বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।এদিকে মনি আক্তারের চিকিৎসার জন্য নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা এ কে এম সেলিম ওসমান ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নারী মেয়র সেলিনা হায়াত আইভীর দারস্ত হন তার ভাই অটোচালক লিটন। কিন্তু তাদের কাছ থেকে ব্যর্থ হয়ে ফিরে আসে বোনের সুচিকিৎসার জন্যে ঘুরে বেড়াচ্ছে এদিক থেকে ওদিকে।আশানুরূপ সহযোগিতা না পেলেও বোনকে বাঁচাতে এখনো লড়ে যাচ্ছেন অটোচালক ভাই লিটন।যদি কোন সহৃদয়বান ব্যক্তি সাহায্য করতে চান তাহলে যোগাযোগ করতে পারেন মনি আক্তারের ঠিকানায়-মনি আক্তার,রত্নার বাড়ি,রুপালি আবাসিক এলাকা,বন্দর,নারায়ণগঞ্জ।অথবা আর্থিক সাহায্যের জন্যে মনি আক্তারের ব্যাংক একাউন্ট নাম্বর ০৭২১১২০০৫৫৩৫৩ আল আরাফাহ ইসলামী ব্যাংক বন্দর এমএমই/কৃষি শাখা ব্যাংক বন্দরবাজার,বন্দর,নারায়ণগঞ্জ।এই নাম্বরে আর্থিক সাহায্যে পাঠাতে পারেন।
মোঃ রইস উদ্দিন(রিপন)স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জঃনারায়ণগঞ্জ বন্দর উপজেলার রুপালি আবাসিক এলাকার মনি আক্তার কিডনি রোগে আক্রান্ত হয়ে,দীর্ঘ ১৮ মাস ধরে চিকিৎসাধীন অবস্থায় সোনার বাংলার ডাইলোসিস সেন্টারে, চিকিৎসক কিডনি বিশেষজ্ঞ ডাক্তার মোস্তাফিজুর রহমানের তত্ত্বাবধানে রয়েছেন।অসহায় গৃহিণী মণি আক্তারের দুইটি কিডনি অকেজো হয়ে গেছে।আর্থিক ও সংসারের টানাপোড়নের অভাবে ক্রমেই মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে নিরীহ এই ২ সন্তানের জননী।ডাক্তারের চিকিৎসা ও পরামর্শ অনুযায়ী জানা যায়-মনি আক্তারের সুচিকিৎসার জন্যে প্রায় ১২ লাখ টাকার প্রয়োজন।এমতাবস্থায় পরিবারের পক্ষে তার চিকিৎসার টাকা জোগাড় করা কোনক্রমেই সম্ভব নয়।মনি আক্তারের স্বামী মোঃ রকিব একজন অতি সাধারণ গার্মেন্টস কর্মী।সে নারায়ণগঞ্জ শহরের একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে মাত্র মাসিক ১২ হাজার টাকা বেতনে চাকুরী করেন।এতো অল্প টাকায় সংসার চালিয়ে স্ত্রী মনি আক্তারের চিকিৎসার খরচ চালানো কষ্টসাধ্য হয়ে পড়েছে।এর মধ্যে তার দুই মেয়ে যথাক্রমে মারিয়া(১০) ও সুমাইয়া(৫)এর লেখাপড়ার খরচ তো আছেই।তাই সন্তানদের মুখের দিকে তাকিয়ে বেঁচে থাকতে চায় মৃত্যু-পথযাত্রী গৃহবধূ মনি আক্তার।মনি আক্তারের বিশেষ আকুতি সে সুস্থ স্বাভাবিক জীবন যাপন করতে চায়।সমাজের বিত্তবানদের সহযোগিতা পেলে আবার সে সুস্থ হয়ে সকলের কাছে ফিরে আসতে চায়।তাই সে সমাজের বিত্তবানদের নিকট আর্থিক সাহায্যের জন্যে বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।এদিকে মনি আক্তারের চিকিৎসার জন্য নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা এ কে এম সেলিম ওসমান ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নারী মেয়র সেলিনা হায়াত আইভীর দারস্ত হন তার ভাই অটোচালক লিটন। কিন্তু তাদের কাছ থেকে ব্যর্থ হয়ে ফিরে আসে বোনের সুচিকিৎসার জন্যে ঘুরে বেড়াচ্ছে এদিক থেকে ওদিকে।আশানুরূপ সহযোগিতা না পেলেও বোনকে বাঁচাতে এখনো লড়ে যাচ্ছেন অটোচালক ভাই লিটন।যদি কোন সহৃদয়বান ব্যক্তি সাহায্য করতে চান তাহলে যোগাযোগ করতে পারেন মনি আক্তারের ঠিকানায়-মনি আক্তার,রত্নার বাড়ি,রুপালি আবাসিক এলাকা,বন্দর,নারায়ণগঞ্জ।অথবা আর্থিক সাহায্যের জন্যে মনি আক্তার ব্যাংক একাউন্ট নাম্বর-০৭২১১২০০৫৫৩৫৩ আল আরাফাহ ইসলামী ব্যাংক বন্দর এমএমই/কৃষি শাখা ব্যাংক বন্দরবাজার,বন্দর,নারায়ণগঞ্জ।এই নাম্বরে আর্থিক সাহায্যে পাঠাতে পারেন।অথবা বিকাশ করতে পারেন এই নাম্বারে ০১৬৭২৭১৭০৬২।