মোঃ রইস উদ্দিন(রিপন)স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জ সোনারগাঁও উপজেলায় পৌরএলাকার নয়ামাটি গ্রামে সোমবার ভোররাতে এক সরকারি কর্মচারী কুলসুমের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।সোমবার বিকালে এসে কুলসুম বাদী হয়ে সোনারগাঁও থানায় একটি ডাকাতি মামলা করেন।মামলার এজাহারে বলা হয়-কুলসুম একজন সরকারি কর্মচারী,সে সোনারগাঁও সাব রেজিঃঅফিসে নকল নবিসীর কাজ করেন।তার ছেলে মোস্তাফিজুর নারায়ণগঞ্জ আদমজী ইপিজেডে একটি কোম্পানিতে হিসাব রক্ষক হিসেবে কর্মরত।সোমবার(৬ই নভেম্বর)ভোররাতে ১০-১২ জনের একটি সংঘবদ্ধ ডাকাতদল তাদের বাড়ির প্রধান গেইট ভেঙে রুমে প্রবেশ করে।বাড়ির ৩ টি রুমের সকলকিছু এলোমেলো করে ফেলে এবং আলমারি ভেঙে ল্যাপটপ,স্বর্ণালঙ্কার,৩ টি মোবাইল ফোন এবং নগদ অর্থ সহ মোট প্রায় পাঁচ লক্ষ টাকার মতো লুটে নিয়ে যায়।এলাকাবাসী জানায়-পৌর এলাকায় একের পর এক ডাকাতির ঘটনা ঘটেই চলেছে।গত কয়েক মাসের মধ্যে ৪-৫ বাড়িতে সংঘবদ্ধ ডাকাতদল ডাকাতির ঘটনা ঘটিয়েছে।ডাকাতদল বাড়িগুলো থেকে প্রায় ১০-১২ লাখ টাকার মালামাল লুটে নিয়ে যায়।ঘটনার ব্যাপারে সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মাহবুব আলম সুমন বলেন-ডাকাতির ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে।খবর পেয়ে আমাদের থানা পুলিশ তাৎক্ষণিক ঘটনা স্থল পরিদর্শন করেন।ডাকাতির ঘটনার সাথে জড়িতদের পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।