মোঃরইস উদ্দিন রিপন স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জঃ
বৃহস্পতিবার মনোনয়ন জমা দানকালের শেষ দিনে,বাংলাদেশ জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে বর্তমান ক্ষমতাসীন দল আওয়ামীলীগ,জাতীয়পার্টি,স্বতন্ত্রসহ বিভিন্ন সংগঠনের মনোনয়ন প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন।নারায়ণগঞ্জ জেলা রিটানিং কর্মকর্তা ও সোনারগাঁও উপজেলা রিটানিং কর্মকর্তার কাছে মনোনয়ন প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন।নির্বাচন অফিস সুত্রে জানাযায়ঃবাংলাদেশ জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনের জমাপত্র জমার শেষ দিনে বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত নারায়ণগঞ্জ জেলা রিটানিং কর্মকর্তা ও নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মাহমুদুল হক ও সোনারগাঁ উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানুল উল ইসলাম এর কাছে মনোনীত দাখিল করেন।বৃহস্পতিবার দুপুরে সোনারগাঁও উপজেলা সহকারি রিটার্নিং কর্মকর্তা রেজওয়ানুল ইসলাম এর কাছে মনোনয়নপত্র দাখিল করেন সোনারগাঁ আসনে বর্তমান জাতীয় পার্টির এমপি ও জাতীয় পার্টি মনোনীত প্রার্থী লিয়াকত হোসেন খোকা,আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য এবং উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কায়সার হাসনাত ও তার সহধর্মিনী স্বতন্ত্র প্রার্থী রুবিনা সুলতানা,স্বতন্ত্র প্রার্থী এএইচ মাসুদ দুলাল,বাংলাদেশ সুপ্রিম পার্টির মনোনীত প্রার্থী মোহাম্মদ আসলাম হোসাইন, বিএনএম এর প্রার্থী এ বি এম ওয়ালিউল্লাহ রহমান খান,বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী সিরাজুল হক সিরাজ,ইউনাইটেড ডেমোক্রেডিট পার্টির প্রার্থী নারায়ন দাস, স্বতন্ত্র প্রার্থী আওয়ামীলীগ নেতা এরফান হোসেন দীপ ও স্বতন্ত্র প্রার্থী মারুফুল ইসলাম ঝলক,তরিকত ফেডারেশন মনোনীত প্রার্থী মজিবুর রহমান মানিক।