মোঃ রইস উদ্দিন রিপন স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ :
বাংলাদেশ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্যে চুরান্তভাবে, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় হতে রবিবার বিকেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে,দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রার্থীদের নাম ঘোষণা করেন।এরই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জ থেকে যাদের নাম ঘোষণা করা হয় তারা হলেন-নারায়ণগঞ্জ-১(রূপগঞ্জ)আসন থেকে পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী(বীর প্রতীক),নারায়ণগঞ্জ-২(আড়াই হাজার)আসন থেকে নজরুল ইসলাম বাবু,নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁও)আসন থেকে আলহাজ্ব আব্দুল্লাহ আল কায়সার হাসনাত,নারায়ণগঞ্জ-৪(ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ)আসন থেকে একেএম শামীম ওসমান।এদের চারজনের মধ্যে তিনজনই পুরোনো মুখ এবং একজন নতুন মুখ আলহাজ্ব আব্দুল আল কায়সার হাসনাত।তবে আব্দুল আল কায়সার হাসনাত ২০০৮ সালে বিএনপি’র প্রার্থী অধ্যাপক রেজাউল করিমকে বিপুল ভোটে পরাজিত করে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ)আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন।এবার নারায়ণগঞ্জ পাঁচটি আসনে আওয়ামী লীগের প্রার্থী হতে সর্বমোট ৩৪ জন দলীয় পরম সংগ্রহ করেছেন।তবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁ)থেকে ১৬ জন প্রার্থী নৌকা প্রতীক থেকে মনোনয়ন সংগ্রহ করেন।যাহা নারায়ণগঞ্জ ৫ টি আসনের মধ্যের সবচেয়ে সর্বোচ্চ মনোনয়ন সংগ্রহকারী আসন।সদর ও বন্দর থানা মিলিয়ে গঠিত নারায়ণগঞ্জ-৫ আসনে পরবর্তীতে প্রার্থী ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।