মোঃসুলাইমান পোদ্দার তজুমদ্দিন প্রতিনিধি
বর্তমান সময়ে দেশব্যাপী চলমান সারাদেশে নারীদের ওপর সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে আজ সোমবার তজুমদ্দিন সরকারি কলেজের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন তজুমদ্দিন কলেজ ছাত্রদল।
ঘন্টাব্যাপী চলা এ মানববন্ধনে বক্তব্য রাখেন তজুমদ্দিন কলেজ ছাত্রদলে সদস্য সচিব, মমিনুল ইসলাম সাকিল, কলেজ ছাত্রদল নেতা মেহেদী হাসান, আরাফাত হোসেন।
এ সময় বক্তারা বলেন, ধর্ষকরা কোন দলের না। তারা সমাজের আবর্জনা। ধর্ষকদের শাস্তি নিশ্চিত করতে বছরের পর বছর সময় নষ্ট করা যাবে না। ডাক্তারি পরীক্ষায় প্রমাণ পেয়ে গেলে ২১ দিনের মধ্যে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকরার দাবি জানান তারা।
তারা আরো জানান, গত সরকারের আমলে ধর্ষণসহ নানা অপরাধের বিষয়ে কোনো বিচার হয়নি। সে জন্য অপরাধীরা সাহস পেয়ে গেছে। এসব বিশৃঙ্খল পরিস্থিতির বিষয়ে পদক্ষেপ নিয়ে শক্ত হাতে অপরাধীদের দমন করতে অন্তর্বর্তী সরকারের কাছে তাঁরা দাবি জানান।
এসম উপস্থিত ছিলেন তজুমদ্দিন কলেজ ছাত্রদল নেতা সাকিবুল হাসান, মহান তালুকদার,খায়রুল ইসলাম,তামিম,সিয়াম হোসেন সহ শতাধিক শিক্ষার্থী।