জেলা প্রতিনিধি নড়াইল
নড়াইলের লোহাগড়া পৌরসভার গোপিনাথপুর গ্রামের শ্রমিক দলের নেতা জাহিদুল আলম দায়ের করা নাশকতা মামলায় আওয়ামী ঠিকাদার মিন্টুকে গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ।
গত ১৩/নভেম্বর ২০২৪ তারিখে মোট ১৩৫ জনকে
আজ ২০ মার্চ বৃহস্পতিবার দুপুরের দিকে উক্ত মামলার আসামি কাশিপুর ইউনিয়নের এড়েন্দা গ্রামের মোঃ তবিবর মোল্লার ছেলে মোঃ মিন্টু মোল্লা (৪২) কে লোহাগড়া পৌরসভার কার্যালয় থেকে লোহাগড়া থানা পুলিশ গ্রেফতার করেছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়,আসামি মিন্টু ঘটনার দিন লোহাগড়া উপজেলা গেট সংলগ্ন ছাত্র জনতা ও কিছু বিএনপি কর্মীদের উপর হামলা চালায় এঘটনায় কয়েকজন ছাত্র ও বিএনপি কর্মীরা আহত হয়।
লোহাগড়া থানা অফিসার ইনচার্জ আশিকুর রহমান বলেন, নাশকতা মামলার আসামি মিন্টু মোল্লাকে গ্রেফতার করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।