মো: তুহিন আলম রেজুয়ান নবীগঞ্জ প্রতিনিধি
নিখোঁজের ২ দিন পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নবীগঞ্জ সরকারী কলেজের অধ্যক্ষ ফজলুর রহমান এর লাশ পাওয়া গেছে। বিষয় টি নিশ্চিত করেন নবীগঞ্জ থানার পুলিশ। নিহত অধ্যক্ষ ফজলুর রহমান ব্রাহ্মণবাড়িয়া জেলার সড়াইল থানার কাটানিশার গ্রামের মৃত আব্দুল করিমের পুত্র। যোগদানের পর থেকে তিনি নবীগঞ্জ শহরের ওসমানী রোডে পরিবার নিয়ে বসবাস করতেন। পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (২০ অক্টোবর) অধ্যক্ষ ফজলুর রহমানের স্ত্রী সৈয়দা সুলতানা আক্তার দুপুরে থানায় এসে সাধারণ ডায়েরি করেন। তার স্ত্রী ডায়েরিতে উল্লেখ করেন যে, অধ্যাপক ফজলুর রহমান, গত শুক্রবার, (১৮ অক্টোবর) সকাল ০৮:০০ ঘটিকার সময় নবীগঞ্জ থানাধীন নবীগঞ্জ পৌরসভা ইউনিয়ন/ওয়ার্ড এর ওসমানী রোড এলাকা থেকে নিখোঁজ হন। এই ব্যাপারে নবীগঞ্জ থানার ওসি মো:কামাল হোসেন জানান, অধ্যক্ষের নিখোঁজের ব্যাপারে তার স্ত্রী সাধারণ ডায়েরি করেছেন, পরবর্তীতে না কি তার লাশ পাওয়া যায়। তাঁর লাশ ঢাকার শাহবাগ থানার নিয়ন্ত্রাধীন রয়েছে। এই ব্যাপারে কথা বলতে অধ্যক্ষ ফজলুর রহমানের স্ত্রী সৈয়দা সুলতানা আক্তারের নাম্বারে যোগাযোগ করলে তারা জানান, সন্ধ্যার পর লাশ আনার জন্য তার ভাগ্নে এবং ছেলেরা ঢাকায় গেছেন৷ লাশ নিয়ে এখনও তারা আসেন নি। এর আগে ১৭ অক্টোবর নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষকে অপসারণের জন্য শিক্ষার্থীরা আন্দোলন করেছেন এবং তাকে ১ ঘন্টা ৩০ মিনিট অবরুদ্ধ করেও রাখা হয়েছে।