মোঃ সিহাবুল আলম সম্রাট, রাজশাহী
রাজশাহীর দূর্গাপুর উপজেলার বহরমপুর গ্রাম দিয়ে বয়ে যাওয়া রাস্তাটি নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার করে দিলেন দূর্গাপুর মডেল প্রেস ক্লাবের সভাপতি মোঃ জীবন আলী সবুজ (কোরবান)।
জানা গেছে, দূর্গাপুর উপজেলার হোজা,পানানগর, মাড়িয়া ও চৌবাড়ীয়া যাতায়াতের একমাত্র রাস্তাটি ভাঙ্গা-খানাখন্দকে পরিণত হয়েছে। দীর্ঘদিন যাবত রাস্তাটির সংস্কার কাজ না করার কারণে রাস্তা দিয়ে সাধারণ মানুষ, পথচারী ও গাড়ি, ঘোড়া চলাচলের অযোগ্য হয়ে পড়ার কারনে রাস্তা দিয়ে চলাফেরা করা মরন ফাঁদে পরিণত হয়েছে।
বিষয়টি দূর্গাপুর মডেল প্রেস ক্লাবের সভাপতি মোঃ জীবন আলী সবুজ (কোরবান) এর চোখে পড়লে তিনি তার নিজস্ব অর্থায়নে ক্ষুদ্র আকারে রাস্তা সংস্কার করে দেন।
রাস্তা সংস্কারের ব্যাপারে চৌবাড়ীয়া গ্রামের ভ্যান চালক নজিম উদ্দিন বলেন, “দীর্ঘদিন যাবৎ চৌবাড়িয়া যাওয়ার রাস্তাটা সংস্কার না হওয়ার কারণে চলাচলের অযোগ্য হয়ে পড়েছিল। গর্তে গর্তে ভাংড়ি ইট দিয়ে সমান করে দেওয়ায় আমরা চলাফেরা করতে পারছি।
এ ব্যাপারে দূর্গাপুর মডেল প্রেসক্লাবের সভাপতি জীবন আলী সবুজ (কোরবান) এর সাথে কথা বললে তিনি বলেন, “রাস্তাটি দীর্ঘদিন যাবত খানা-খন্দকে পরিণত হয়ে আছে সে কারণে আমার নিজেস্ব অর্থায়নে ক্ষুদ্র আকারে রাস্তাটি সংস্কার করার চেষ্টা করছি। আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন দূর্গাপুর বাসির পাশে থেকে সেবা ও ভাল কিছু করতে পারি।