মোঃ আব্দুল আজিজ নিয়ামতপুর (নওগাঁ)প্রতিনিধি :
নওগাঁর নিয়ামতপুরে প্রসাধনী ও ওষুধের দোকানসহ ও রাস্তার ধারে অবৈধভাবে মালামাল রাখায় জনদুর্ভোগ সৃষ্টি করায় ভ্রাম্যমান আদালতে জরিমানা ও সতর্কমূলকভাবে নির্দেশ প্রদান করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারা ও স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ ধারায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা হয়।
বৃহস্পতিবার (১১ জুলাই) সদর বাজারে নাকিব মেডিকেল স্টোর ও হক ফার্মেসী সহ প্রসাধনী ও রাস্তার দু-পাশের দোকানগুলোতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রূপম দাস।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, নাকিব মেডিকেল স্টোরকে ৫ হাজার, হক ফার্মেসীকে ৭ হাজার টাকাসহ মোট ১৯ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালতে বিচারক রূপম দাস বলেন,
উপজেলার সদর বাজারে অবৈধ স্থাপনা, রাস্তার ধারে অবৈধভাবে মালামাল রাখায় জনদুর্ভোগ সৃষ্টি করা, প্রসাধনী ও ফার্মেসীর দোকানগুলোতে মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখার দায়ে জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যহত থাকবে বলে জানান তিনি।
এ সময় অভিযান পরিচালনায় সহযোগিতা করেন নিয়ামতপুর থানা পুলিশের একটি চৌকস টিম।