মোঃ আব্দুল আজিজ, নিয়ামতপুর (নওগাঁ)
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপে নিয়ামতপুর- উপজেলায় ৩পদে মোট ১৫ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। রবিবার (২১ এপ্রিল) মনোনয়নপত্র দাখিলের সময় শেষে এমন তথ্য জানিয়েছেন উপজেলা সহকারী রিটার্নিং নির্বাচন অফিসার ইমতিয়াজ মোরশেদ ।
তিনি জানান, এবার সম্পূর্ণ অনলাইনে মনোনয়নপত্র জমা নেওয়া হয়েছে। নিয়ামতপুর উপজেলায় চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফরিদ আহম্মেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ঈশ্বর চন্দ্র বর্মন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব, নওগাঁ জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আবেদ হোসেন মিলন, ও সোহরাব হোসেন।
ভাইস-চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রায়হান কবির রাজু, ভাবিচা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও অত্র ইউনিয়ন পরিষদের সদস্য তুশিত কুমার, ভাবিচা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আফজাল হোসেন বুলু, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক তৌফিক এলাহী চৌধুরী, ৪ নং ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি রেজাউল করিম,
মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম,৬ নং পাড়ইল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা ফাতেমাতুজ জোহুরা , ৫ নং ইউনিয়ন পরিষদের সাবেক মহিলা সদস্য স্বপ্না খাতুন,ও নাজনীন আরা।