মোঃ আব্দুল আজিজ সাংবাদিক নিয়ামতপুর (নওগাঁ) :
সারা দেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুরেও বাঙ্গালী জাতির গৌরবের দিন মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন হয়েছে। আজ শনিবার সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনীর মধ্য দিয়ে দিবসটির সূচনা করা হয়। মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্যমন্ত্রী ও নওগাঁ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদারের পক্ষে উপজেলা আওয়ামীলী নেতৃবৃন্দ, উপজেলা আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ, উপজেলার সরকারি কার্যালয়, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও প্রেসক্লাব ফুল দিয়ে বীর শহীদদের শ্রদ্ধা নিবেদন করেন। এরপর সকাল ৮ টায় সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার ইমতিয়াজ মোরশেদ সভাপতিত্বে ও উপজেলা সাবেক উপ সহকারী প্রকৌশলী ও উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি বজলুর রশীদের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ। অন্যান্যে মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব, কেন্দ্রীয় সাংস্কৃতিক বিষয়ক উপ কমিটির সদস্য তৃৃৃষ্ণা মজুমদার, নওগাঁ জেলা আওয়ামী লীগের সমবায় ও কৃষি বিষয়ক সম্পাদক আবেদ হোসেন মিলন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, নিয়ামতপুর সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মমতাজ হোসেন মন্ডল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রূপম দাস, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আমেনা খাতুন, বীর মুক্তিযোদ্ধা বিমল চন্দ্র, বীর মুক্তিযোদ্ধা মোজাফফর হোসেন, উপজেলা রির্সোস সেন্টারের ইন্সট্রাক্টর তমা চৌধুরী, একাডেমিক সুপারভাইজার জাকির হোসেন, উপজেলা মডেল প্রেস ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক সনজত কুমার, সহ-সভাপতি আইনুল হক, সহ সভাপতি আবদুল আজিজ প্রমুখ
এছাড়া হাজিনগর ইউনিয়ন আওয়ামীলীগ, চন্দননগর ইউনিয়ন আওয়ামীলীগ, ভাবিচা ইউনিয়ন আওয়ামীলীগ, শ্রীমন্তপুর ইউনিয়ন আওয়ামীলীগ ও বাহাদুরপুর ইউনিয়ন পরিষদ ও আওয়ামীলীগ, চন্দননগর কলেজ, নিয়ামতপুর সরকারি কলেজেসহ উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পৃথকভাবে মহান বিজয় দিবস পালন করেন।