মোঃ আব্দুল আজিজ, নিয়ামতপুর,নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর নিয়ামতপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। ১৪ ডিসেম্ব বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় উপজেলা সভাকক্ষে উপজেলা প্রশাসন এ আলোচনা সভার আয়োজন করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমতিয়াজ মোরশেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ আহম্মেদ। বিশেষ অতিথি নাদিরা বেগম।
এ ছাড়া এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা জনাব ডাঃ মোঃ মাহবুল -উল আলম উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাঃশরীফ উল আলম উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম ইঞ্জিনিয়ার বজলুর রশীদ, প্রমুখ ।
আলোচনা সভায় বক্তারা ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি বাহিনী নির্মমভাবে বুদ্ধিজীবীদের হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন এ আলোচনা সভার আয়োজন করে।