নিয়ামতপুর (নওগাঁ) সংবাদদাতা :
স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের ৫৯ তম জন্মদিন উপলক্ষে নওগাঁর নিয়ামতপুরে কেক কাটা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণীয় মধ্য দিয়ে শেখ রাসেল জন্মদিন উদযাপন হয়েছে।
‘শেখ রাসেল নির্মলতার প্রতীক-দুরন্ত প্রাণবন্ত নির্ভীক’ এই শ্লোগানকে সামনে নিয়ে নিয়ামতপুর উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি পালিত হয়।
জন্মদিন উপলক্ষে বুধবার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ১০ উপজেলা সভা কক্ষে এক আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার ইমতিয়াজ মোরশেদ সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ আহম্মেদ।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুপম দাস, কৃষি কর্মকর্তা কামরুল হাসান, থানার অফিসার ইনচার্জ মাইদুল ইসলাম , উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সালাম, বীর মুুক্তিযোদ্ধা সুবাষ সরকার, বিমল চন্দ্র প্রামাণিক, উপজেলা আইসিটি কর্মকর্তা রাসেল রানা প্রমুখ।
এছাড়াও নিয়ামতপুর উপজেলার সরকারি -বেসরকারি শিক্