বিপ্লব সরকারঃ স্টাফ রিপোর্টার,নওগাঁ
নওগাঁর পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম আজ শুক্রবার (১৬ জানুয়ারি ২০২৬) নিয়ামতপুর থানার বার্ষিক পরিদর্শন সম্পন্ন করেছেন। পরিদর্শনকালে তিনি থানার প্রশাসনিক কার্যক্রম পর্যালোচনা করেন এবং জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে অফিসার ও ফোর্সের প্রতি একগুচ্ছ গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন।
মামলা, জিডি এবং পুলিশ ক্লিয়ারেন্স সংক্রান্ত সেবাগুলো কোনো প্রকার হয়রানি ছাড়া দ্রুততম সময়ে নিষ্পত্তির নির্দেশ দেন, মাদকবিরোধী অভিযান জোরদার করা, ওয়ারেন্ট তামিল এবং নিয়মিত টহল (পেট্রোলিং) বৃদ্ধির মাধ্যমে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার তাগিদ দেন।
এছাড়া পুলিশ সুপার প্রতিটি কাজে স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব বজায় রেখে সাধারণ মানুষের সাথে সদাচরণ করার আহ্বান জানান এবং
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে সর্বোচ্চ সতর্ক অবস্থান ও প্রস্তুতি গ্রহণের নির্দেশনা প্রদান করেন তিনি।
কর্মসূচি শেষে পুলিশ সুপার মহোদয় থানা প্রাঙ্গণে একটি বৃক্ষরোপণ করেন। এসময় তিনি পরিবেশ রক্ষায় গাছ লাগানোর গুরুত্ব তুলে ধরেন। পরিদর্শনে থানার ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সকল স্তরের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

