তুষার কবিরাজ ডুমুরিয়া খুলনা প্রতিনিধি
খুলনার ডুমুরিয়ায় নিরাপদ সড়ক চাই (নিসচা’র) ডুমুরিয়া উপজেলা শাখার আয়োজনে খুলনা জেলার ডুমুরিয়া থানা পুলিশের সহযোগিতায় খুলনা সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া বাস স্ট্যান্ড মোরে মোড়ে ট্রাফিক আইন সম্পর্কিত লিফলেট বিতরণ করা হয়েছে।
৩-৭-২৩ বৃহস্পতিবার সকাল ১১টায় সড়ক দুর্ঘটনার রোধে ডুমুরিয়া থানা পুলিশের সহযোগিতায় নিরাপদ সড়ক চাই ডুমুরিয়া উপজেলা শাখার পক্ষ থেকে ট্রাফিক আইন সম্পর্কিত লিফলেট বিতরণ করা হয়। এ সময় ডুমুরিয়া থানা ওসি (তদন্ত) মুক্ত রায় চৌধুরীর নেতৃত্বে সড়কে চলাচলরত অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান পরিচালিত হয়।
এসময় নিরাপদ সড়ক চাই ডুমুরিয়া উপজেলা শাখার কর্মীরা পরিবহন চালক , শ্রমিক, পথচারীদের মাঝে সড়ক দুর্ঘটনা রোধ জনসচেতনায় সড়ক আইন সম্পর্কিত লিফলেট বিতরণ করেন। লিফলেট বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন , ওসি (তদন্ত) মুক্ত রায় চৌধুরী সহ সঙ্গীও ফোর্স এবং নিরাপদ সড়ক চাই, ডুমুরিয়া উপজেলা শাখা’ সভাপতি খান মহিদুল ইসলাম, সংস্কৃতি সম্পাদক তুষার কান্তি দত্ত, কোষাধক্ষ্য জুয়েল বিশ্বাস, কার্যকরী সদস্য গাজী সোহেল আহমেদ,আব্দুর রহমান বেপারী, এম এ জলিল, রবিউল ইসলাম, মনজুরুল ইসলাম প্রমুখ।
        
                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                
                                
                                
                                
                                